০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে ১৩৪ বস্তা চাল ও ১৩৫ প্যাকেট পাট বীজ জব্দ, আটক-১

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ রোববার পৌরসভার দরগাতলা বাজারের একটি ভবন থেকে ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে সরকারি ১৩৪ বস্তা চাল ও ১৩৫ প্যাকেট পাটের বীজ জব্দ করেছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক শাহ নামের একজন মুদী দোকানীকে আটক করেছে পুলিশ। সে পৌরসভার চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

আব্দুর রাজ্জাক শাহ চার তলা বিশিষ্ট ওই ভবনের নিচতলায় একটি কক্ষ ভাড়া নিয়ে মুদীখানা ব্যবসা পরিচালনা করছেন। ভবনের মালিক যশাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মন্ডল। ভবনের নিচ তলায় অপর কক্ষে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয় এবং কার্যালয়ের কক্ষের পাশে তার ব্যক্তিগত গোডাউন।

রোববার দুপুর দুইটার দিকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ-এর নেতৃত্বে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সরকারি চাল ও পাটের বীজ উদ্ধার করেন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩০ কেজি ওজনের ১৩৪ বস্তা চাল এবং ১ কেজি ওজনের ১৩৫ প্যাকেট পাটের বীজ।

খবর পেয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. লাবীব আবদুল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ সরকারী ১৩৪ বস্তা চাল ও ১৩৫ প্যাকেট পাটের বীজ জব্দ সেই সাথে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে আটকের তথ্য নিশ্চিত করেন। এ ব্যাপারে তথ্যানুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ আটককৃত মুদীখানা দোকানী আব্দুর রাজ্জাকের উদ্ধৃতি দিয়ে বলেন, সপ্তাহ খানেক আগে যশাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল তার নিজ ভবনের নিজ কার্যালয় সংলগ্ন গোডাউনে উক্ত চাল রাখেন।

ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম আরো বলেন, এটি সরকারী চাল নিশ্চিত। ব্যক্তিগত গোডাউনে চেয়ারম্যান সরকারী চাল রাখতে পারেন না বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে ১৩৪ বস্তা চাল ও ১৩৫ প্যাকেট পাট বীজ জব্দ, আটক-১

পোস্ট হয়েছেঃ ০৫:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ রোববার পৌরসভার দরগাতলা বাজারের একটি ভবন থেকে ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে সরকারি ১৩৪ বস্তা চাল ও ১৩৫ প্যাকেট পাটের বীজ জব্দ করেছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক শাহ নামের একজন মুদী দোকানীকে আটক করেছে পুলিশ। সে পৌরসভার চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

আব্দুর রাজ্জাক শাহ চার তলা বিশিষ্ট ওই ভবনের নিচতলায় একটি কক্ষ ভাড়া নিয়ে মুদীখানা ব্যবসা পরিচালনা করছেন। ভবনের মালিক যশাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মন্ডল। ভবনের নিচ তলায় অপর কক্ষে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয় এবং কার্যালয়ের কক্ষের পাশে তার ব্যক্তিগত গোডাউন।

রোববার দুপুর দুইটার দিকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ-এর নেতৃত্বে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সরকারি চাল ও পাটের বীজ উদ্ধার করেন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩০ কেজি ওজনের ১৩৪ বস্তা চাল এবং ১ কেজি ওজনের ১৩৫ প্যাকেট পাটের বীজ।

খবর পেয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. লাবীব আবদুল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ সরকারী ১৩৪ বস্তা চাল ও ১৩৫ প্যাকেট পাটের বীজ জব্দ সেই সাথে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে আটকের তথ্য নিশ্চিত করেন। এ ব্যাপারে তথ্যানুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ আটককৃত মুদীখানা দোকানী আব্দুর রাজ্জাকের উদ্ধৃতি দিয়ে বলেন, সপ্তাহ খানেক আগে যশাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল তার নিজ ভবনের নিজ কার্যালয় সংলগ্ন গোডাউনে উক্ত চাল রাখেন।

ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম আরো বলেন, এটি সরকারী চাল নিশ্চিত। ব্যক্তিগত গোডাউনে চেয়ারম্যান সরকারী চাল রাখতে পারেন না বলে অভিমত ব্যক্ত করেন তিনি।