বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

রাজবাড়ীতে চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter Name / ৫৪ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজি মামলায় সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুকে (৬০) গ্রেপ্তার করেছে। সে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার (০১ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরে অবস্থিত অস্থায়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যসহ যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে রাজবাড়ী শহর এলাকা থেকে রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানিয়েছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বালিয়াকান্দির সাবেক ইউপি চেয়ারম্যান, বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু এলাকায় চাঁদাবাজি, মারধর সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। তাঁর হাতে স্থানীয় সাংবাদিক সমীর কান্তি বিশ^াস সহ অনেক নিরিহ মানুষও লাঞ্ছিত হন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ওমর ফারুক নামের বালিয়াকান্দি সদর উপজেলার এক ভুক্তভোগী থানায় সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে ওমর ফারুকের ভাইকে চাঁদার দাবীতে মারধর এবং চাঁদা আদায়ের অভিযোগ উল্লেখ করেন। ২৭ সেপ্টেম্বর বালিয়াকান্দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী রফিকুল ইসলাম বাচ্চু।

ওসি আরো বলেন, ভুক্তভোগীর দায়েরকৃত চাঁদাবাজি মামলার অভিযোগ পেয়ে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজবাড়ী মহর থেকে রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করে। পরে তাঁকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে। তাঁর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় চাঁদাবাজি, মারধর সহ ৩টি মামলা রয়েছে। পরে মঙ্গলবার বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.