বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন

Reporter Name / ৪৭ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
Oplus_0

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের বিভাগীয় সংগঠক ও রাজবাড়ী মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহার সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজবাড়ী মহিলা পরিষদের আন্তর্জাতিক সম্পাদক এ্যাড. দেবাহুতি চক্রবর্তী, সদস্য এ্যাড. নাজমা সুলতানা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় রাখার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এছাড়া স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সকলের সহযোগিতা এবং সন্ধ্যার পর বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.