বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

রাজবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name / ৪৫ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সোমবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহুয়া শারমিন ফাতেমা।

সাদমান রাফির সঞ্চালনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের সিনিয়র কনসালটেন্ড এএইচএম মাহমুদ উল্লাহ, বেসরকারী সংস্থা রাস এর নির্বাহী ও এনজিও ফেডারেশন এর সভাপতি লুৎফর রহমান লাবু, অভিভাবক প্রতিনিধি আনোয়ারা বেগম প্রমূখ।

এদিকে সোমবার বিকেলে জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত দৌলতদিয়া মডেল হাই স্কুল চত্বরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.