বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

গোয়ালন্দে যৌনপল্লীর সুবিধাবঞ্চিত ৯’শ নারীকে আর্থিক সহায়তা প্রদান

Reporter Name / ৫২ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাবঞ্চিত ৯’শ জন নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার বিকেল ৪ টায় যৌনকর্মী ও তাদের শিশুদের উন্নয়নে কর্মরত বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) তাদের আলো প্রোগ্রাম হতে এ সহায়তা প্রদান করে।

দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা নারীর আর্থিক ক্ষমতায়ন তহবিল হতে এ সহযোগিতা প্রদান করে। এতে প্রত্যেক নারীকে এককালীন এক হাজার দুইশ টাকা করে মোট ১০ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।

এ উপলক্ষে এমএমএস এর কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন।

এমএমএস এর নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, এমএমএস এর প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাবাসসুম আঁখি প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.