বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

রাজবাড়ীতে বিডিআর বিদ্রোহ, কোটা আন্দোলন সহ হত্যাকান্ডের বিচারের দাবীতে বিক্ষোভ

Reporter Name / ৯৮ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিডিআর বিদ্রোহ, হেফাযত ইসলামী, কোটা আন্দোলন সহ বিভিন্ন সময়ে নৃসংশ হত্যাকান্ডের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশ ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রাজবাড়ী প্রেসক্লাব, পান্নাচত্তর, রেলষ্টেশন, বাজার এলাকা হয়ে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় শহীদদের স্মরনে শোক র্র্যালী শেষে বিএনপি কার্যালয় প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, শাপলা চত্তরে রাতের অন্ধকারে হেফাযত ইসলামী আন্দোলনে নিরীহ আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যা, ২৮ অক্টোবর লগইন  বৈঠার তান্ডব, গত ১৫ বছরে দেশে গুম, খুন, হত্যা সহ রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিনত করার মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক দলগুলোকে নিষ্ঠুরভাবে দমন, নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে নৃসংশ গণ হত্যার বিচারের জোর দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.