বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

রাজবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বিদের রথ যাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ৮৭ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5093; AI_Scene: (-1, -1); aec_lux: 336.31293; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বিদের রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে হরিসভা মন্দিরে আনুষ্ঠানিকভাবে রথ যাত্রার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

উদ্বোধনের পর লক্ষীকোল হরিসভা মন্দির থেকে রথ যাত্রাটি রাধা গোবিন্দ জিউর মন্দিরে গীয়ে শেষ হয়। সেখান রথ যাত্রাটি সাতদিন অবস্থান করবে। সাতদিন শেষ হলে রথটি আবার হরিসভা মন্দিরে উল্টো রথ আসবে।এদিকে ইসকনের আয়োজনে রথ যাত্রাটি ভবানীপুর মহাশ্মশান থেকে যাত্রা শুরু করে জগন্বাথ দেবের মন্দিরে রাধামাদব মন্দির কলেজ পাড়া রাজলক্ষী জুয়েলার্সের মালিক জয়দেব সাহার বাড়ির তৃতীয় তলায় অবস্থিত মন্দিরে গিয়ে শেষ হয়। এ মন্দিরে নতুন রথ দান করেন রাজলক্ষী জুয়েলার্সের পরিবার।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম নওয়াব আলী, লক্ষীকোল হরিসভা মন্দির ও ইসকনের সভাপতি জয়দেব কর্মকার, সহ সভাপতি শ্যামল পোদ্দার, বড়পুল হরিতলা মন্দির কমিটির সভাপতি গনেশ মৃত্র প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.