বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

রাজবাড়ী সদর উপজেলার কমিউনিস্ট পার্টির সম্মেলন

Reporter Name / ৯১ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও’ শ্লোগান ধারণ করে রাজবাড়ী সদর উপজেলা কমিউনিস্ট পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা উদীচী কার্যালয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া।

সম্মেলনের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস। সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, নিমাই গাঙ্গলী।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড আবুল কালাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম মো. মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, ক্ষেতমজুর সমিতির সভাপতি মুজিব আলম বকুল প্রমুখ।

সঞ্চালনা করেন রাজবাড়ী সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবু। সম্মেলন উদ্বোধনের পর শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা উদীচী কার্যালয় হতে শুরু হয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন, বাটার রোড, স্বর্ণকারপট্টি হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিদেশে টাকা পাচারকারীদের নামের তালিকা প্রকাশ কর, ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ কর, স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোসহ নানা দাবি লেখা প্লাকার্ড প্রদর্শিত করা হয়।

শনিবার বিকেলে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে পুনরায় দ্বিতীয় মেয়াদে ধীরেন্দ্র নাথ দাসকে সভাপতি এবং আব্দুল হালিম বাবুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন, আব্দুস সামাদ মিয়া, আব্দুস সাত্তার মন্ডল, মুজিব আলম বকুল, সুরেশ সিকদার, আলিফ শেখ। আরো দুইজনকে পরে কমিটিতে অন্তরভুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.