বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

রাজবাড়ীতে পশুর হাট নিয়ে মারামারি, ইউপি চেয়ারম্যানসহ ৭জনকে কুপিয়ে জখম

Reporter Name / ৮৮ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর দাদশী সিংগা বাজারে কোরবানীর পশুর হাট নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে দাদশী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার শেখ (৪৫)সহ অন্তত সাতজন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর পক্ষের আহত তিনজনকে জেলার অন্যত্র চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ (৪৫), তাঁর ছোট ভাই হাসান শেখ (৩০), ছেলে ঢাকা নটরডেম কলেজের একাদশ শ্রেনীতে ভর্তিকৃত চেয়ারম্যানের ছেলে রুহান শেখ (১৭) এবং তার আপন চাচাতো বোন রোজিনা খাতুন (৩২)। অন্যত্র চিকিৎসা নিচ্ছেন প্রবাসী আকবর খানের বড় ভাই লুৎফর রহমান খান (৫৪), তার বড় ছেলে শাহরুখ খান (২৭) এবং ছোট ছেলে শাওন খান (১৭)।

দাদশী ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ বলেন, তিনিসহ পরিবারের চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আকবর খানের ভাই বেলায়েত খান আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। মঙ্গলবার রাত ১১টার দিকে তারা দলবদ্ধ হয়ে আমার বাড়ির সামনে আসলে কথাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আমার কোমরের দুই পাশ ও ডান রানে কোপ দেয়। আমার ছেলেসহ ছোট ভাই ও বোনকেও জখম করে।

আকবর খান বলেন, পশুর হাটের কিছু সুবিধা বহিরাগতদের দেয়া নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলেছি বলে মঙ্গলবার রাতে চেয়ারম্যানের ছোট ভাই হাসান ফোনে গালমন্দ করেন। রাত ১১টার দিকে সিংগা বাজারে চেয়ারম্যানের সাথে কথা বলা অবস্থায় হাসান ধারালো চাকু দিয়ে আমাকে কোপাতে আসলে ভাইস চেয়ারম্যান ঝাপটে ধরে। নাহলে প্রাণে মারা যেতাম। এসময় মারামারিতে বড় ভাই লুৎফর রহমান খানসহ তিনজন গুরুতর আহত হন। তাদেরকে অন্যত্র চিকিৎসা দেয়া হচ্ছে। ইউপি চেয়ারম্যানকে অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনায় জড়িত নই।

এদিকে আজ বুধবার বেলা ১১টার দিকে গ্রামের বাড়ি থেকে তার ব্যক্তিগত গাড়িতে ছোট ভাইয়ের স্ত্রী রাজবাড়ী শহরে যাওয়ার পথে চেয়ারম্যানের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করে বলে তিনি অভিযোগ করেন। গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সদর থানায় নেওয়া হয়েছে।

সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম রাজু বলেন, পশুর হাট নিয়ে ইউপি চেয়ারম্যান দেলোয়ারের সাথে প্রবাসী আকবর খান সমর্থিত লোকদের বিরোধ বাধে। মঙ্গলবার রাত ১১টার দিকে সংঘাতের আশংকার খবর পেয়ে সিংগা বাজারে উপস্থিত হন। এসময় অনেক মানুষের উপস্থিতে সমাঝোতার চেষ্টাকালে আকষ্মিকভাবে মারামারি বেধে যায় এবং চেয়ারম্যানসহ কয়েকজন গুরুতর জখম হন।

সদর হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দাদশী ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখসহ সাতজনকে হাসপাতালে আনা হয়। সবার শরীরে জখমের চিহৃ রয়েছে। ইউপি চেয়ারম্যানসহ চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, খবর পেয়ে রাতে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আহত ইউপি চেয়ারম্যানের পরিবার থানায় অভিযোগ দিতে এসেছেন। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.