মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

গোয়ালন্দে ঈদ পুনর্মিলনী ও উচ্চ শিক্ষার বিস্তার শীর্ষক সেমিনার

Reporter Name / ১১১ Time View
Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “এসো মিলিত হই পদ্মা-যমুনার মোহনায়” এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ভালো ফলাফল করেছে এবং উচ্চ শিক্ষা গ্রহণে ভালো কলেজে ভর্তি হবে তাদের নিয়ে উচ্চ শিক্ষার বিস্তার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়ালন্দ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলিম খান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দের সন্তান নৌ-পুলিশ হেডকোয়ার্টার এর পুলিশ সুপার(এসপি) আহাদুজ্জামান, হাইকোর্ট এর বিশিষ্ট আইনজীবী মো. আসলাম মিয়া, দৌলতদিয়ার সন্তান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল, জাতীয় জাদুঘর এর কর্মকর্তা জহিরুল হক লাবলু, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) মো. শরিফুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ গোয়ালন্দ উপজেলায় ভালো ফলাফলকৃত ৫৫ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলে দেন।

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশসেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে গোয়ালন্দকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তারা বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.