বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

Reporter Name / ১০৯ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিশু শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর এর উপ-সহকারী পরিচালক মো. কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর এর সহকারী পরিদর্শক মো. শামীম আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে অংশ গ্রহণ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাহাজ উদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম। দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য রাশেদুল হক রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব ঘোষ, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন। পরে আয়োজিত কুইজ প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.