বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

গোয়ালন্দে ৩দিন ব্যাপি কন্দাল ফসল কৃষি মেলার উদ্বোধন

Reporter Name / ৯৮ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ী. রাজবাড়ীর গোয়ালন্দে তিনদিন ব্যাপি কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্ম্পকৃত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন। গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ফিতা কেটে অনুষ্ঠানস্থলে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান। ৩দিন ব্যাপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামীম মৃধা, পুরুষ্কারপ্রাপ্ত কৃষক হুমায়ন আহম্মেদ, কিষানি জিসাকা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলার শ্রেষ্ঠ কৃষক হিসেবে তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন আহম্মেদকে পুরুস্কার প্রদান ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া মেলায় অংশ গ্রহণকারী অন্যান্য কৃষকের মাঝেও পুরুষ্কার প্রদান করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন পর্যায়ে আদর্শ কৃষক ও খামারীরা অংশ গ্রহণ করেছেন। আগামী ৫ জুন বুধবার এই মেলা শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.