বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

গোয়ালন্দে ধান-চাল-গম ক্রয় কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ১০৭ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ সরকারীভাবে বোরো ধান, চাল ও গম ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এ কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, মিলার হারুনুর রশিদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমূখ।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী জানান, এ বছর ৪৫ টাকা কেজি দরে ৫৯ টন চাল, ৩২ টাকা কেজি দরে ৩১৪ টন ধান এবং ৩৪ টাকা কেজি দরে ১২৮ টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান ও গম সরাসরি কৃষকদের কাছ থেকে এবং চাল নির্ধারিত মিলারের কাছ থেকে সংগ্রহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.