• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ নভেম্বর, ২০২৪

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনন্দ একাদশ

অনলাইন ডেস্ক

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” এই শ্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ‘সামাদ মনির স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের কুমড়াকান্দি এলাকায় কুমড়াকান্দি যুব সমাজের আয়োজনে এ ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

খেলায় রাজ স্মৃতি একাদশ ও আনন্দ একাদশ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য সমতা থাকায় টাইব্রেকারে ১-০ গোলে রাজ স্মৃতি একাদশ পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আনন্দ একাদশ, আদর্শ গ্রাম। ফাইনাল খেলা পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরিদুল ইসলাম ফরিদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিন মোল্লা, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম, ফরিদপুর এসএস ব্রাদার্স এন্ড থাই এ্যালুমিনিয়াম বিল্ডার্সের সত্ত্বাধিকারী আজম আলী বেপারী, প্রকৌশলী রাশেদুজ্জামান প্রমূখ। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুরের ব্যবসায়ী প্রতিষ্ঠান এসএস ব্রার্দাস এন্ড থাই এ্যালুমিনিয়াম বিল্ডার্স। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি এবং নগদ অর্থ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, এ বিজয় আমার একার নয়, দলের সবার যৌথ প্রচেষ্টায় ভালো খেলা প্রদর্শন করেই আমরা এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছি।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর