• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ নভেম্বর, ২০২৪

রাজবাড়ীতে জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

অনলাইন ডেস্ক

ইমরান মনিম, রাজবাড়ীঃ জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে রাজবাড়ীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

স্মরণ সভায় জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের পক্ষ থেকে তাদের ওপর পুলিশি নির্যাতন, অতর্কিত গুলি বর্ষন করার মতো লোমহর্ষক বর্ননা দিয়ে বক্তব্য রাখেন তাদের পরিবার। আহত হওয়ার এখনো অনেকে চিকিৎসা সহ বিভিন্ন সমস্যায় ভূগছেন। অনেকে স্বেচ্ছায় চলাচল করতে পারছেন না। অর্থ সংকট সহ নানাবিধ সমস্যায় তাদের পরিবার ভুক্তভোগী হয়েছেন। আহতদের পরিবারের দাবী, আহত ও তাদের পরিবারকে সুচিকিৎসা ও এককালীন আর্থিক সহায়তা এবং নিহত পরিবারকে আর্থিক সহায়তা সহ তাদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা করার কথা বলেন তারা।

স্মরণ সভায় ৫৮জন আহত ও তাদের পরিবারের এবং নিহত ৩জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে সরকারি ভাবে রাজবাড়ীতে আহত ৫৮ জন এবং নিহত তিন পরিবারের সদস্যদের সহায়তা করার আশ্বাস দেওয়া হয়।

মঙ্গলবার আয়োজিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন, সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক প্রমূখ।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর