• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ নভেম্বর, ২০২৪

রাজবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে গমবীজ ও সার বিতরণ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার প্রায় আড়াই হাজার কৃষকের মাঝে ব্লাষ্ট রোগ প্রতিরোধী, খড়া ও তাপ সহিষ্ণু উচ্চ ফলনশীল বারি জাতের গমবীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় দুই ধাপে এ সহায়তা প্রদান করা হয়।

প্রথম ধাপে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট এক হাজার ৪৭০ জন এবং দ্বিতীয় ধাপে সাতটি ইউনিয়নের আরো এক হাজার ৩০ জনসহ মোট দুই হাজার ৫০০ জন কৃষকের মাঝে এ গমবীজ ও সার বিতরণ করা হয়। দেশে প্রতিবছর গমের প্রচুর চাহিদা রয়েছে। চাহিদা পূরণে বিদেশ থেকে গম আমদানি করতে হয় সরকারকে। গমের উৎপাদন বাড়াতে এবং ঘাটতি পূরণে ব্লাষ্ট রোগ প্রতিরোধী, খড় ও তাপ সহিষ্ণু উচ্চ ফলনশীল বারি জাতের গমবীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ২০ কেজি গমবীজ, সাথে ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিণামূল্যে বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর