• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪

গোয়ালন্দে ইমাম কমিটির সভাপতি জালাল, সম্পাদক আবুল হুসাইন

অনলাইন ডেস্ক

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সাধারণ সভা, কমিটি গঠন ও শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে উপজেলা ইমাম কমিটির আয়োজনে সাধারণ সভা, কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হুসাইনের সঞ্চালনায় কমিটির সাবেক সভাপতি মাওলানা জালাল উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ইমাম কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ইমাম কমিটির বিশেষ নির্বাচন কমিশনার মাওলানা লুৎফর রহমান, গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি মুফতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা জালাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মুফতি আবুল হুসাইন। এছাড়া নবগঠিত কমিটির সহ-সভাপতি মুফতি শামসুল হুদা, মাওলানা তারিক বিল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, মাওলানা শামসুল হক, মুফতি মুঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাইদ, কোষাধ‍্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফেজ আব্দুল মালেক, প্রচার সম্পাদক ক্বারী আবু বকর, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সমাজ কল‍্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান নির্বাচিত হন।

এছারা সদস্য পদে মুফতি আজম আহমাদ, মুফতি মনিরুজ্জামান, মাওলানা আজাদুর রহমান, হাফেজ শরিফুল ইসলাম, মুফতি রুহুল আমিন, মুফতি আব্দুল আজিজ, মাওলানা মিরাজুল ইসলাম ও হাফেজ মো. সেলিম নির্বাচিত হন। সভাশেষে জেলা ইমাম কমিটির প্রধান নির্বাচন কমিশনার নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শপথ বাক‍্য পাঠ করান।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর