• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪

রাজবাড়ীতে পুলিশে চাকরি, ১২০ টাকায় স্বপ্ন পূরণ হলো রহিম, মীরা খাতুনের

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাবা ইউনুস বিশ্বাস দিন মজুর। অসুস্থ্য মা লাইলী বেগম গৃহিনী। ছোট বোন মরিয়ম খাতুন স্থানীয় বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশুনা করছে। চাকরিটা আমার খুবই দরকার ছিল। অনেক স্বপ্ন নিয়ে আবেদন করার পর থেকে নিয়মিত পড়াশুনা এবং শরিরচর্চা করছিলাম। এজন্য আমার মাত্র ১২০ টাকা খরচ হয়েছে। প্রথম আবেদনে আমার চাকরি হবে ভাবতেই পারিনি।

কথাগুলো বলছিলেন পুলিশ কনেষ্টবল পদে নিয়োগ পাওয়া রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বেপারী পাড়ার রহিম বিশ্বাস। রহিম পুলিশ কনেষ্টবল নিয়োগের চূড়ান্তভাবে তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। তিনি রাজবাড়ী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

রহিম বিশ্বাস বলেন, দাদা বাড়ি বালিয়াকান্দির পূর্বমৌকুড়ি গ্রামে হলেও নানা বাড়ি খানখানাপুর বেপারী পাড়ায় বাস করি। বাবা মাটি কাটা, অন্যের বাড়ি কাজ করেন। মা স্থানীয় একটি নার্সারীতে কাজ করতেন। দীর্ঘদিন অসুস্থ্য হওয়ায় এখন করেননা। ছোট বোন স্থানীয় তমিজ উদ্দিন খান উচ্চ বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশুনা করছে। বাবার পক্ষে এত খরচ চালানো সম্ভবনা।

পুলিশ কনেষ্টবল হিসেবে নিয়োগের সার্কুলার দেখে ৫ অক্টোবর আবেদন করার পর থেকে নিয়মিত পড়াশুনা, প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করতাম। মাত্র ১২০ টাকা খরচ করে চূড়ান্তভাবে নিয়োগ পেয়ে যাবো কখনই ভাবিনি। অনেকের কাছ থেকে শুনেছি চাকরির জন্য দেনদরবার করতে হয়, টাকা লাগে। আমাদের কারো টাকা লাগেনি।

রোববার (২৪ নভেম্বর) রাত ৯টায় রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিলশেডে ট্রেইনি রিক্রুটি কনস্টেবল(টিআরসি) নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগবোর্ড সভাপতি পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন। ২৩জন ছেলে এবং ৮জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হন। ৫ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। কোন হয়রানি তদবির, ঘুষ ছাড়া পুলিশ সদস্য হতে পেরে অনেক তরুণ-তরুণীর চোখ আনন্দ অশ্রুতে ভিজে যায়। যোগ্যতা, মেধায় চাকরির ফলাফল পেয়ে মাত্র ৩১ তরুণ-তরুণী আনন্দে বিমোহিত হয়ে পড়েন। ফলাফল ঘোষণা শেষে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনসহ বোর্ডে থাকা কর্মকর্তারা।

কনেস্টবল হিসেবে নিয়োগ পাওয়া বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের মিরাজ শেখের মেয়ে মোছা. মীরা খাতুন বলেন, আমার বাবা দরিদ্র ভ্যানচালক। কখনো ভাবিনি ১২০ টাকায় আমার চাকরি হবে। ভাবতাম টাকা ছাড়া পুলিশে কেন কোন চাকরি হবেনা। নিজে চাকরি পেয়ে বুঝতে পারলাম টাকা ছাড়াও পুলিশে চাকরি হয়। মেয়ের ফলাফল জানতে উপস্থিত ছিলেন মীরা খাতুনের বাবা ভ্যান চালক মিরাজ শেখ। তিনি বলেন, ‘আমি খুবই খুশি, আমার খুবই ভালো লাগছে’।

পাংশার উপজেলার কুড়াপাড়ার রিফাজুর রহমান বলেন, আমি পাংশা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমার স্বপ্ন চিল পুলিশে চাকরি করবো। সেই জায়গা থেকে পুলিশ কনেস্টবল পদে সার্কুলার দেখে আবেদন করেছিলাম। চাকরিটা আমার খুবই দরকার ছিল।

পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, নিয়োগের কয়েক ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের তালিকা ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ মেধা, দক্ষতার ভিত্তিতে ২৩ জন পুরুষ এবং ৮জন নারী নির্বাচিত হয়েছেন। এদের বেশিরভাগ দরিদ্র এবং কৃষক পরিবারের সন্তান। মাত্র ১২০ টাকায় অনলাইনে আবেদন করার মাধ্যমে তারা আজ বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হওয়ার সুযোগ লাভ করেছে। আশা করি তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশের ভাবমূর্তি আরো উজ্জল করবেন।

এসময় নিয়োগবোর্ডের সদস্য গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) কাজী হুমায়ুন রশিদ, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীবসহ উর্দ্বোতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ট্রেইনি রিক্রুট কনেস্টবল পদে রাজবাড়ীতে ৩১জনের শূন্য পদের বিপরীতে অনলাইনে আবেদন জমা পড়েছিল ২ হাজার ৩৩টি। প্রাথমিক পরীক্ষা শেষে ১ হাজার ৪৯৭জন চাকরি প্রার্থী শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৩৫৭জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। ১৭ নভেম্বর ৩৫৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ১০৭জন উত্তীর্ণ হন। ২৪ নভেম্বর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করলে চূড়ান্তভাবে ৩১জনকে মনোনীত করে নিয়োগবোর্ড। অপেক্ষমান রাখা হয়েছে আরো ৫জনকে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর