• ঢাকা
  • বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ নভেম্বর, ২০২৪

মোহন মিয়ার ৫৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ মঙ্গলবার (২৬ নভেম্বর) উপ-মহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুসলিম জাগরণের অন্যতম পথিকৃত ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৩ তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

মরহুম মোহন মিয়া জমিদার পরিবারে জন্মগ্রহন করেও সাধারণ মানুষের কাতারে সারাজীবন রাজনীতি করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। নিজে জমিদার হয়েও জমিদারী প্রথা বিলুপ্তির আন্দোলনে শরীক, স্কুল, মাদ্রাসা, মেয়েদের শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা, স্টুডেন্টস হোম, দাতব্য চিকিৎসালয় এবং কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করার লক্ষে বায়তুল আমান ভোকেটশনাল প্রজেক্ট স্থাপন করে স্মরণীয় হয়ে রয়েছেন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা জামে মসজিদে মঙ্গলবার বাদ ফজর কুরআন-এ পাক ও কলেমা শরীফের খতম ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআন শরীফের খতম ও বাদ আছর ময়েজ মঞ্জিল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কানাইপুরের মসজিদ, মাদ্রাসা ও জুট ফাইবার্সে মিলাদ ও দোয়া মাহ্ফিল এর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর