• ঢাকা
  • বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪

ফরিদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ড্যাব এর আলোচনা সভা

অনলাইন ডেস্ক

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার  রাতে (২৪ নভেম্বর) ফরিদপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ডাক্তার এএফএম কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মো: রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ড্যাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আলি আকবর হালদার, ডাক্তার মোঃ মাসুদুর রহমান, ডাক্তার তানজিম আবির, ডাক্তার আলামিন সারোয়ার, ডাক্তার তানসিভ জুবায়ের নাদিম, ডাক্তার মিজানুর রহমান, ডক্টর খান মোহাম্মদ আরিফ, ডাক্তার বি এম দেলোয়ার হোসেন, ডাক্তার এ কে এম গোলাম ফারুক, ডাক্তার এনামুল হক,ডাক্তার শহিদুল ইসলাম শাহীন, ডাক্তার আরাফাত হোসেন ও ডক্টর আরিফা খানম। এ সময় ড্যাবের সদস্য ও জেলা, উপজেলা পর্যায়ের কর্মরত চিকিৎসকৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং গুরুতর অসুস্থ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর