• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪

দুই সপ্তাহ লড়াই শেষে জীবনযুদ্ধে হেরে গেল নাজাতুন নেছা নিধি

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ দুই সপ্তাহ লড়াই করে অবশেষে জীবনযুদ্ধে হেরে গেল নাজাতুন নেছা নিধি (৮)। আজ রোববার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নাজাতুন নেছা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবুওছিমুদ্দিন পাড়ার নজরুল ইসলামের মেয়ে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করতো। ১০ নভেম্বর বান্ধবীদের সাথে বাড়িতে বনভোজন করতে গিয়ে পড়নের কাপড়ে আগুন ধরে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

নাজাতুন নেছা নিধির পরিবার জানায়, ১০ নভেম্বর বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরে সম বয়সীদের সাথে করে নিজ বাড়ির উঠানে বনভোজন করতে থাকে। সঙ্গে থাকা বান্ধবীরা দেখতে পায়, নিধির পড়নের কাপড়ে আগুন লেগেছে। সে আগুন নিয়েই দৌড়ে ঘরে আসার চেষ্টা করে। আগুন নেভানোর পর পরিবারের লোকজন দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুইদিন পর উন্নত চিকিৎসার জন্য ১২নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে। অবস্থার আরো অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় আজ সকাল ৮টার দিকে মারা যায়।

নাজাতুন নেছার বাড়িতে দেখা যায়, মৃত্যুর সংবাদ শুনে দূর-দূরান্ত থেকে বিভিন্ন লোকজন আসছে। আত্মীয় স্বজন অনেকে এসেছে, আরো আসছে। সবাই শেষ বারের মতো নাজাতুন নেছা নিধির মরদেহ দেখার অপেক্ষা করছেন। নিধির লাশ এখনো ঢাকায় রয়েছে। সঙ্গে রয়েছে তার বাবা, মা ও বড় ভাই।

নাজাতুন নেছা নিধির বড় ভাবি মাসুমা আক্তার বলেন, নাজাতুন নেছা নিধি বাড়িতে বাবা-মায়ের কাছে থাকতো। সবার ছোট হওয়ায় পরিবারের আদরের ছিল। আমরা বিশ্বাসই করতে পারছি না নিধি মারা গেছে। কত মানুষজন আসতেছে নিধিকে দেখতে।

বড় ভাই নাজমুল ইসলাম বলেন, চিকিৎসকদের ভাষায় শরীরের ৩৫ ভাগ দগ্ধ হয়েছে। ফরিদপুর দুইদিন থাকার পর ১২ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টি সার্জারি ইউনিটে ভর্তি করেন। দিন দিন অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে তাকে লাইফ সার্পোটে রাখা হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরদিন শুক্রবার সন্ধ্যায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। আইসিইউতে ৪৮ ঘন্টা থাকার পর আজ রোববার সকাল ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওর শরীরের বেশিরভাগ স্থানে ইনফেকশন হওয়ায় মৃত্যু অন্যতম কারন বলে চিকিৎসক জানিয়েছেন।

নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক আফরোজা সুলতানা বলেন, নিধি প্রতিদিন মায়ের সাথে বিদ্যালয়ে আসতো। ওইদিন দুপুরে ছুটি শেষে সাড়ে ১২টার দিকে বাড়ি যায়। বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব ১০০ গজের মতো। দুপুর দুইটার দিকে তারা খবর পান নিধি এলাকার সম বয়সীদের সাথে বনভোজন করতে গিয়ে পড়নের পোশাকে আগুন লাগায় দগ্ধ হয়ে হাসপাতালে আছে। নিধি বিদ্যালয়ের অন্য বাচ্চাদের তুলনায় বেশিরভাগ সময় চুপচাপ থাকতো।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর