• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪

রাজবাড়ীতে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে ইউএনওর ‘নো ইওর পটেনশিয়াল’ সেশন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শিক্ষার্থীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে এবং বিদ্যালয়মুখী করতে রাজবাড়ী সদর উপজেলার ইউএনও বিশেষ বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি ‘নো ইওর পটেনশিয়াল’ নামক বিশেষ সেশন চালু করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জীবিত করছেন। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ক্লাব চালু করেছেন।

রোববার সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় আকষ্মিকভাবে পরিদর্শন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম। এরপর তিনি রাজা সূর্যকুমার ইনস্টিটিউশন নামক বিদ্যালয়ে পরিদর্শন করেন। এসব বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি তিনি ‘নো ইওর পটেনশিয়াল’ নামক সেশন পরিচালনা করেন।

বিদ্যালয় দুটি পরিদর্শন শেষে শিক্ষার্থীদের নিজেদের সবল দিক ও দুর্বলদিক যেন তারা শনাক্ত করতে পারে এবং রাজবাড়ী জেলা তথা সারা বিশ্বের সম্পদ হিসেবে নিজেকে তৈরী করতে পারে এ লক্ষে অনুপ্রেরণা দিতে বিশেষ পাঠদান নেন ইউএনও। এছাড়া ইউএনও’র সাথে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং রোধ সহ যে কোন প্রয়োজনে তাৎক্ষনিক যোগাযোগের জন্য এবং বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দাপ্তরিক মোবাইল ফোন নাম্বারগুলো তাদেরকে দেন।

ইউএনও মো. রবিউল আলম বলেন, সদর উপজেলায় যোগদানের পর থেকে সুযোগ পেলেই আকষ্মিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে যাচ্ছেন। শিক্ষার্থীরা যেন ভালো কাজের সাথে অংশীদার হতে পারে। নিজেদের সক্ষমতা সর্ম্পকে জানতে পারে। বিদ্যালয়মূখী করা, তাদেরকে অনুপ্রাণিত করা, উজ্জীবিত করে তুলতেই তিনি বিশেষ এই উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি বলেন, নো ইওর পটেনশিয়াল নামক সেশন পরিচালনার পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ক্লাব চালু করেছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের কার্যক্রম প্রতিদিন নিয়মিত তদারকি করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন ও শেণি পাঠদানকালে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে স্কুল ব্যাগ, ফুটবলসহ কিছু শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করছেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর