Rajbarimail.com
ঢাকা, সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে ইউএনওর ‘নো ইওর পটেনশিয়াল’ সেশন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ৭:২১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শিক্ষার্থীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে এবং বিদ্যালয়মুখী করতে রাজবাড়ী সদর উপজেলার ইউএনও বিশেষ বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি ‘নো ইওর পটেনশিয়াল’ নামক বিশেষ সেশন চালু করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জীবিত করছেন। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ক্লাব চালু করেছেন।

রোববার সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় আকষ্মিকভাবে পরিদর্শন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম। এরপর তিনি রাজা সূর্যকুমার ইনস্টিটিউশন নামক বিদ্যালয়ে পরিদর্শন করেন। এসব বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি তিনি ‘নো ইওর পটেনশিয়াল’ নামক সেশন পরিচালনা করেন।

বিদ্যালয় দুটি পরিদর্শন শেষে শিক্ষার্থীদের নিজেদের সবল দিক ও দুর্বলদিক যেন তারা শনাক্ত করতে পারে এবং রাজবাড়ী জেলা তথা সারা বিশ্বের সম্পদ হিসেবে নিজেকে তৈরী করতে পারে এ লক্ষে অনুপ্রেরণা দিতে বিশেষ পাঠদান নেন ইউএনও। এছাড়া ইউএনও’র সাথে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং রোধ সহ যে কোন প্রয়োজনে তাৎক্ষনিক যোগাযোগের জন্য এবং বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দাপ্তরিক মোবাইল ফোন নাম্বারগুলো তাদেরকে দেন।

ইউএনও মো. রবিউল আলম বলেন, সদর উপজেলায় যোগদানের পর থেকে সুযোগ পেলেই আকষ্মিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে যাচ্ছেন। শিক্ষার্থীরা যেন ভালো কাজের সাথে অংশীদার হতে পারে। নিজেদের সক্ষমতা সর্ম্পকে জানতে পারে। বিদ্যালয়মূখী করা, তাদেরকে অনুপ্রাণিত করা, উজ্জীবিত করে তুলতেই তিনি বিশেষ এই উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি বলেন, নো ইওর পটেনশিয়াল নামক সেশন পরিচালনার পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ক্লাব চালু করেছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের কার্যক্রম প্রতিদিন নিয়মিত তদারকি করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন ও শেণি পাঠদানকালে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে স্কুল ব্যাগ, ফুটবলসহ কিছু শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা