• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ নভেম্বর, ২০২৪

গোয়ালন্দ উপজেলা মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ রেলগেট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় গোয়ালন্দ উপজেলা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার বুলবুলি’র সভাপতিত্বে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল।

কর্মী সভায় গোয়ালন্দ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সারমিন হালিম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট এবিএম সাত্তার, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াসমিন আক্তার পিয়া, সাংগঠনিক সম্পাদক মোছা. রাজিয়া বেগম, যুগ্ম সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন মহিলা দলের সভাপতি/সম্পাদকসহ অন্যান্য কর্মীবৃন্দ।

এ সময় মহিলা বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশটারে শেষ করে গেছে। শেষ সময়ে শেখ হাসিনা দেশে টিকে থাকতে পারেনি। চোরের মতো পালিয়ে গেছে। আজ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে আমরা আজ মন খুলে কথা বলতে পারছি। এটাই চেয়েছিলো বাংলার মানুষ।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর