• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪

গোয়ালন্দে দুইদিনব্যাপী গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি সম্পর্কিত প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে দুই দিনব্যাপী গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্নে মডিউল -১ বিষয়ে উপজেলা রির্সোসপুলের প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মো. রুহুল আমিন প্রমুখ।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী। তিনি গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা সম্পর্কে আলোকপাত করেন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর