• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের সাথে ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশনের স্বাক্ষাত

অনলাইন ডেস্ক

ইমরান মনিম, রাজবাড়ীঃ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সদস্যরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। আজ সোমবার দুপুরে ইউনিয়নের সদস্যরা উপপরিচালকের কার্যালয়ে স্বাক্ষাত করেন।

সাক্ষাতের সময় তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে উল্লেখ করেন।আগামীতে তাদের এসব ন্যায্য পাওনা যেন সকল সদস্যদের সম ভাবে বন্টন করা হয় সে লক্ষে কাজ করতে অনুরোধ জানান মেম্বার কল্যান এসোসিয়েশন কমিটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন মেম্বার কল্যান এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার আহবায়ক আব্দুল আলিম, যুগ্ন আহবায়ক মো. কামাল হোসেন, সদস্য সচিব ইব্রাহিম মোল্লা, সদর উপজেলা আহবায়ক মো. হান্নান মন্ডল, বালিয়াকান্দি সদর উপজেলার আহবায়ক মো. সিরাজুল ইসলাম খান, সদস্য সচিব মজিবর রহমান, গোয়ালন্দ উপজেলার আহবায়ক শেখ রাসেল মাহমুদ, কালুখালীর আহবায়ক মো. মোকতার হোসেন, পাংশা  উপজেলা আহবায়ক মো. আব্দুল মজিদ, সদস্য সচিব মোস্তফা কামাল প্রমূখ।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর