Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের দ্বন্দ্বে ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। এক পক্ষের কলাবাগান ক্ষতিগ্রস্ত করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে হামলা চালানো হয়। শরীফ বিশ্বাস নামের ক্ষতিগ্রস্থ এক ব্যবসায়ী আজ বুধবার পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় কয়েকজন জানান, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সুফল মাহমুদ। তাঁর সঙ্গে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসিবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন কসবামাজাইল গ্রামের রাকিবুল ইসলাম বিশ্বাস। এসময় বিজয়ী চেয়ারম্যানকে সমর্থন করেছিলেন সাবেক চেয়ারম্যান ডেমনামারা গ্রামের কামরুজ্জামান খান। মূলত এরপর থেকে কামরুজ্জামান খান ও রাকিবুল ইসলামের মধ্যকার দ্বন্দ্ব চলে আসছিল।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে কসবামাজাইল ইউনিয়নের দিঘলহাট গ্রামের হুজুর আলী, তরুণ, বক্কার, সাবেক চেয়ারম্যান কসবামাজাইল গ্রামের সুলতান মিয়া, আজাদ, সায়েল ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান, মজনু মেম্বার, জাকির হোসেনের নেতৃত্বে ৫০ থেকে ৬০জন কসবামাজাইলে মহড়া দেয়।

খবর পেয়ে এলাকার রাকিবুল ইসলাম, নাজমুল হক, বাবু মিয়া, নুরুল ইসলাম, মোতাহার হোসেন ও ইমান আলীর নেতৃত্বে শতাধিক মানুষ এলাকায় পাল্টা মহড়া দেয়। এতে করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরা প্রত্যেকে স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক এবং বর্তমান বিএনপির দুই গ্রুপের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত।

দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। রাত এগারটার দিকে দুই শতাধিক লোক প্রথমে রাকিবুল ইসলামের ভাতিজা শরীফ বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার ক্ষতি করে। এরপর রাকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকমল হোসেন ও জিন্না মন্ডলের বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাঁচ ভাঙচুর করে। রাকিবুলের ভাই জাকিরুল ইসলামের কলাবাগান ধ্বংস করে। রাকিবুল ইসলামের লোকজন সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান ও সুলতান মিয়া সমর্থিত সাবু মিয়া, আবু কালাম, আবু সামাদসহ চার বাড়িতে হামলা চালায়।

শরীফ বিশ্বাস বলেন, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খানের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে দেড় শতাধিক মানুষ তাঁর বাড়িতে হামলা চালিয়ে টিনের ঘর, মোটরসাইকেল ও জিনিসপত্র ভেঙে তছনছ করে। বাড়িতে স্ত্রী ও ছেলের স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। ভয়ে তারা ঘরের অপর এক কক্ষে লুকিয়ে ছিল। দুর্বৃত্তরা সাববাক্সে থাকা নগদ দেড় লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার, জিনিসপত্রসহ ৮লাখ টাকার ক্ষতি করে। তিনি বুধবার পাংশা থানায় ১৫জনকে চিহিৃত এবং অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে অভিযোগ দিয়েছেন।

সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান বলেন, সাবেক চেয়ারম্যান সুলতান মিয়া স্থানীয় বাজারে লোকজন নিয়ে আড্ডা দিচ্ছিলেন। জানতে পেরে রাকিবুল ইসলাম লোকজন নিয়ে ধাওয়া করে আমাদের সমর্থিত সাবু, আবু কালাম, আবু সালামসহ ৪জনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে আমাদের লোকজন শরীফ বিশ্বাসের বাড়ি ভাঙচুর করে। ঢিল ছুড়ে দুই-তিনটি বাড়ির জানালার কাঁচ ভাঙতে পারে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রাজনৈতিক বিরোধ নয়, সমাজভিত্তিক সমস্যা। নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শরীফ বিশ্বাস আজ লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা