নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে সাবেক মেয়র, বিএনপি নেতা তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। বুধবার বেলা এগারটার দিকে পৌরসভার নির্বাহী কর্মকর্তার কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সম্মুখে ঘটনাটি ঘটে। পৌরসভার হিসাব রক্ষক মোখলেছুর রহমান রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে সম্পর্কে তাঁরা মামাতো-ফুপাতো ভাই হন।
রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি নিজ কক্ষে বসে কাজ করছিলেন। এমন সময় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া পৌর নির্বাহী কর্মকর্তা তায়েব আলীর কক্ষে প্রবেশ করে আমাকে উদ্দেশ্যে করে গালমন্দ করতে থাকেন। কিছুক্ষণ পর এক কর্মচারীর মাধ্যমে আমাকে ডেকে পাঠান। ৩-৪ মিনিট পর নির্বাহী কর্মকর্তার কক্ষে যাওয়া মাত্র তোফাজ্জল হোসেন বেশ উত্তেজিত হন। এক পর্যায়ে আমার হাত ধরে টানাটানি করে বলতে থাকেন, ‘চল তোকে ডিসির (জেলা প্রশাসক) কাছে যেতে হবে’। কেন যেতে হবে এবং গালমন্দ করছেন কেন বলা মাত্র তিনি কিছু বুঝে ওঠার আগেই আমার গালে চড় মারেন। এসময় পৌর নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মচারীরা তাকে নিবারণ করে আমাকে আমার কক্ষে নিয়ে আসেন।
মোখলেছুর রহমান বলেন, কি কারনে আমার গায়ে হাত তুলেছেন এবং গালমন্দ করছিলেন জানি না। আমার চাকরি আছে মাত্র কয়েক মাস। আমি এর বিচার চাই। পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীসহ সকলকে নিয়ে বিকেলে সদর থানায় তাঁর (তোফাজ্জল) বিরুদ্ধে সাধারণ ডায়রির (জিডি) আবেদন করেছি। তোফাজ্জল হোসেন সম্পর্কে আমার আপন মামতো ভাই হন। বয়সেও সে আমার থেকে কয়েক মাসের বড়।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী বলেন, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া আমার কক্ষে প্রবেশ করার আগে তাদের মুঠোফোনে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পৌরসভার পূর্বের কোন বিষয় নিয়ে মোখলেছুর রহমানের ওপর ক্ষিপ্ত ছিলেন। এসময় হিসাব রক্ষককে আমার কক্ষে ডেকে পাঠান এবং গালমন্দ করতে থাকেন। কক্ষে আসার কয়েক মিনিটের মধ্যে আকষ্মিকভাবে মোখলেছুর রহমানের গালে চড় মারায় আমরা হতভম্ভ হয়ে পড়ি। এ ঘটনায় হিসাব রক্ষক কর্মকর্তা থানায় অভিযোগ দিয়েছেন। এসময় নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ খান, প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলামসহ আমরা সকলে ছিলাম।
অভিযোগ প্রসঙ্গে রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. তোফাজ্জল হোসেন মিয়া বুধবার রাতে বলেন, মোখলেছুর রহমান সম্পর্কে আমার আপন ফুপাতো ছোট ভাই। অন্যায় করলে একটু শাসন করতেই পারি। পারিবারিক বিষয় নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয়েছে। যেহেতু আমি পৌরসভার মেয়র ছিলাম। পৌরসভায় দেখা হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে একটা চড় মেরেছি।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে সাধারন ডায়েরী হয়েছে। এখন তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।