Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. বিজ্ঞান-প্রযুক্তি
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে ফেসবুকে উসকানিমূলক পোষ্ট দেওয়ায় আরো একজন গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ফেসবুকে উসকানিমূলক পোষ্ট দেওয়ার অপরাধে রাজবাড়ী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ মো. তছির উদ্দিন (৪০) নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে। সে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার জরি মিস্ত্রির ছেলে। আজ শনিবার সকাল ৬টার দিকে ঝিনাইদহর সদর থানার পৈলানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোষ্ট দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানা পুলিশ সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামী ছিলেন গ্রেপ্তারকৃত মো. তছির উদ্দিন। প্রধান অভিযুক্ত আসামী মো. ফরহাদ মিয়াকে (৩৩) মামলা দায়েরের আগের দিন বুধবার দিবাগত মধ্যরাতে পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ফরহাদ মিয়া সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাগমারা মাটিপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তছির উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় অনলাইনে ভাইরাল হওয়ার জন্য মামলার প্রধান অভিযুক্ত আসামী ফরহাদের পরামর্শে সামাজিক মাধ্যমে শারদীয় দুর্গাপূজা নিয়ে তিনি ভিডিওটি প্রকাশ করেন। এর আগে গ্রেপ্তারকৃত ফরহাদ মিয়া নিজের ফেসবুক আইডিতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেনী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত বা উসকানিমূলক পোস্ট দেয়। এতে এলাকার জনসাধারণ ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে প্রতিক্রিয়া ও বিদ্বেষ সৃষ্টি করে। এলাকার জনসাধারণ বিষয়টি রাজবাড়ী সদর থানা পুলিশকে জানালে পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের নির্দেশে সদর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ মফিজুর রহমান বুধবার দিবাগত মধ্যরাতে বাড়ি থেকে ফরহাদ মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার ব্যবহৃত মুঠোফোন চেক করে ঘটনার সত্যতা পান। পরে পুলিশ তার ব্যবহৃত অপ্পো মোবাইল ফোন জব্দ করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি চক্র সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে উসকানিমূলক পোষ্ট দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে। এমন অভিযোগে পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের নির্দেশে প্রথমে ফরহাদকে গ্রেপ্তারের পর সত্যতা পাওয়ায় থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলার দ্বিতীয় আসামী তছির উদ্দিকে জেলা গোয়েন্দা পুলিশ আজ সকালে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করে আজ দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান

রাজবাড়ীতে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চার লাখ টাকায় রফাদফা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে কর্মচারীকে বেধে রেখে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

গোয়ালন্দে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

পাংশায় গলায় ফাঁস নিয়ে বেকার যুবকের আত্মহত্যা

গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লার জানাজা সম্পন্ন

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা ও নবীনবরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার