মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শেষ সীমানা দূর্গম চরাঞ্চল কুশাহাটা এলাকায় আগুনে পুড়ে নিঃস্ব কৃষক ইসলাম মোল্লার পরিবারের পাশে দাঁড়ালেন সুদূর আমেরিকা প্রবাসী শিক্ষার্থী মো. ফরহাদুল হক ফরহাদ।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে প্রবাসী শিক্ষার্থী ফরহাদুল হক ওরফে ফরহাদ দম্পতির পক্ষ থেকে অসহায় ইসলাম মোল্লার পরিবারকে ঘর তৈরির কাজে ব্যবহৃত এক বান্ডিল ঢেউটিন দিয়ে সহযোগিতা করা হয়। ফরহাদুল হক রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর ধোপাখালি এলাকার মৃত রমজান মোল্লার ছেলে। তিনি এবং তাঁর স্ত্রী চলতি বছর জানুয়ারিতে পড়াশোনায় উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য সুদূর আমেরিকা যান। ফাহাদুল ইসলাম প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার একজন সক্রিয় সদস্য ছিলেন।
মুঠোফোনে ফরহাদ জানান, ‘বিভিন্ন গণমাধ্যমে আগুনে পুড়ে কৃষক ইসলাম মোল্লা নিঃশ্ব হয়ে গেছে এরকম সংবাদ দেখে আমার খুবই খারাপ লেগেছে। সেজন্য তাকে সামর্থের জায়গা থেকে একটু সহযোগিতা করার জন্য আমি মাত্র চেস্টা করেছি। ইনশাআল্লাহ আল্লাহপাক তাকে হেফাজত করবেন’। গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দূর্গম কুশাহাটার চরের কৃষক ইসলাম মোল্লার বসত বাড়িতে আগুন লাগে। আগুনে তাঁর ৩টি ঘর, ১২টি গরু, ১১ মণ ধান, রসুন, চৈতালী ফসল, আসবাবপত্র সহ অন্তত ১৭-১৮ লাখ টাকার জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এরপর থেকে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন। ওই পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। দুর্গম চরাঞ্চল এবং নদী পথ হওয়ায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস বা প্রশাসনের কোন গাড়ি যেতে না পারায় আগুন নেভানো সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন থেকে প্রাথমিকভাবে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।