Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

পাংশায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা পৌরসভার মৌকুরি মোল্লাপাড়া গ্রামে না বলে গাছ থেকে আম পাড়ার অপরাধে ১০ বছর বয়সী এক শিশুকে গাছের সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুটির বাবা মো. রবিউল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলাটি করেন।

নির্যাতনের শিকার শিশুটির নাম মো. রাফি সরদার ওরফে রাব্বি (১০)। রাফি স্থানীয় মৌকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। অভিযুক্ত ব্যাক্তি মৌকুরি মোল্লাপাড়া গ্রামের মৃত হবিবর সরদারের ছেলে মো. শামীম সরদার (৪৫)।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় কয়েকজন জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাফি সহ তার বন্ধুরা প্রতিবেশী শামীম সরদারের গাছ থেকে কয়েকটি আম পাড়ে। বিষয়টি শামীম দেখে ফেলায় হাতেনাতে রাফিকে ধরে মারপিট করে। এমনকি বাড়ির উঠানে মেহগনি গাছের সঙ্গে গামছা দিয়ে রাফির দুই হাত বেঁধে শামীম নির্যাতন করে। এ সময় রাফি জোড়ে চিৎকার ও কান্নাকাটি করতে থাকলে পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করতে শামীমের বাড়িতে ছুটে আসে। এ সময় শামীম অবস্থা বেগতিক দেখে দৌড়ে পালিয়ে যায়। ‎

ভুক্তভোগী শিশুটির বাবা রবিউল ইসলাম বলেন, আমার ছেলে তার বন্ধুদের সাথে খেলার ফাঁকে প্রতিবেশী শামীম সরদারের গাছ থেকে দুটি আম পারে। এ অপরাধে শামীম সরদার আমার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং আমাকে ফোন দিয়ে হুমকি দেয়। ভয়ে আমি সেখানে আর যাইনি। তবে পরিবারের অন্যান্য লোকজন ও স্থানীয়রা সেখান থেকে আমার ছেলেকে উদ্ধার করে আনে। আমার ছেলে অসুস্থ হওয়ায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ‎‎

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শামীম সরদারের বাড়িতে আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খোঁজ নিলে জানা যায়, সে সহ পরিবারের কেউ বাড়িতে নেই। পলাতক থাকায় কাউকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এবাদত হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাফি নামের ওই শিশুটি ফিজিক্যাল এসল্ট নিয়ে হাসপাতালে আসে। তার বাম পায়ে ও পিঠের ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়। ‎

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ সালাউদ্দিন বলেন, আমরা বুধবার রাতেই লিখিত অভিযোগ পেয়েছিলাম। কিছু সংশোধন থাকায় আজ বৃহস্পতিবার সকালে অভিযোগ জমা দিলে মামলা (নং-১০) হিসেবে রেকর্ড করা হয়েছে। শিশুটি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস