ইমরান মনিম, রাজবাড়ীঃ পয়লা বৈশাখ উপলক্ষে নতুন বছরকে বরণ করতে রাজবাড়ীতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় একটি উৎসবমুখর আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাদের বিভিন্ন আয়োজন নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে।
জেলা প্রশাসনের পাশাপাশি রাজবাড়ী জেলা বিএনপিও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। এতে দলের সহস্রাধিক নেতাকর্মী শরিক হন। এছাড়া পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজবাড়ী রেলওয়ে শহীদ খুশি রেলওয়ে মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকজ মেলা। যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলাতানা আক্তার, পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন ছাড়াও জেলা প্রশাসন, পুলিশ বাহিনী ছাড়াও জেলা পর্যায়ে সকল ধরনের সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারীসহ সুধি এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজবাড়ীর আজাদী ময়দানে বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য খেলা-ধুলা এবং বৈশাখী মেলা। একই সঙ্গে রেলগেটের বটতলা ও বকুল তলা এলাকাতেও বৈশাখী আয়োজন ছিল চোখে পড়ার মতো।
এ ছাড়া জেলার অন্যান্য উপজেলায়ও উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে পান্তা-ইলিশের আয়োজনসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দিনব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া উপজেলার কাটাখালী এলাকায় চলে চৈত্র সংক্রান্তি মেলা ও চরক পূজা। জেলার মধ্যে সবচেয়ে পুরতান এ মেলায় হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে।
নতুন বছরকে ঘিরে রাজবাড়ীর সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ। সকল শ্রেণি পেশার মানুষ এসব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।