Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে গনধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে গনধর্ষণে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মামলার পলাতক আসামী মিথুন মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা মধ্যপাড়া মহল্লার রহমত মোল্লার ছেলে। তার আগে আসামীকে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩ এর একটি দল সার্বিকভাবে সহযোগিতা করে আটক করে পুলিশে হস্তান্তর করে।

পুলিশ জানায়, চলতি বছরের ২৮ জানুয়ারি রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরের ভিকটিমের ভাড়া বাসায় মেহমান হিসেবে বেড়াতে যান হারুন (৪০) নামের এক ব্যক্তি। এ সময় গ্রেপ্তারকৃত মিঠুন মোল্লাসহ কয়েকজন ওই বাসায় গিয়ে ভিকটিম (২২) ও হারুনকে অসামাজিক কার্যকলাপ করার অযুহাতে আটক করে ভয় দেখায়। তাদেরকে জিম্মি করে হারুনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। প্রথমে নগদ ১০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরো প্রায় ৬৭ হাজার টাকা জোরপূর্বক আদায় করে। পরবর্তীতে তাদের দাবিকৃত বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে মিঠুন সহ তার সহযোগিরা মিলে পরদিন ২৯ জানুয়ারি ভোরের দিকে ভিকটিমকে পালাক্রমে গনধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম (২২) নিজেই বাদী হয়ে ওইদিন রাজবাড়ী সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৩৭) দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে ঘটনার পর থেকে মিঠুন সহ অন্যান্য আসামীরা পলাতক থাকেন।

এদিকে রাজবাড়ী সদর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলের তথ্য প্রযুক্তিগত সহযোগিতায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদারের নেতৃত্বে অভিযুক্ত পলাতক আসামী মিঠুন মোল্লা সদর থানার আলাদীপুর এলাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে তাকে আলাদীপুর বাজার এলাকা থেকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, পুলিশ ২৯ জানুয়ারি দায়েরকৃত গনধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। বিজ্ঞ আদালত তাকে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ