Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ পদ্মা নদীর তিনটি কাতল ও এক পাঙ্গাশ মাছ বিক্রি হয়েছে প্রায় সোয়া লাখ টাকায়। আজ শনিবার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বাজারে এসব মাছ বিক্রি হয়। পদ্মা নদীর দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় স্থানীয় এবং পাবনা অঞ্চলের জেলেরা এসব মাছ শিকার করেন। পরে নিলামে মাছগুলো বিক্রি হয়।

এরমধ্যে বড় কাতলটির ওজন ছিল প্রায় ২৪ কেজি। বাকি দুটি কাতলের একটির ওজন ছিল প্রায় ২০ কেজি, আরেকটি সাড়ে ১৪ কেজি এবং পাঙ্গাশটির ওজন ছিল সাড়ে ১৪ কেজি। দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছ চারটি কিনেন। এরমধ্যে বড় কাতল অন্যত্র বিক্রি করেছেন। বাকি তিনটি মাছ এখনো বিক্রির অপেক্ষায় রয়েছে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, পদ্মার পানি কমে আসায় রাজবাড়ীর সীমান্তবর্তী কুশাহাটা এলাকায় সুরু নালায় পরিণত হয়েছে। সেখানে গভীর পানি এবং ¯্রােত থাকায় বড় মাছ ধরা পড়ছে। রাজবাড়ীর পাশাপাশি মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের জেলেরা নিয়মিত জাল ফেলে কাতল, রুই, পাঙ্গাশের মতো বড় বড় মাছ শিকার করছেন।

আজ ভোরে পদ্মা নদীর কুশাহাটা অঞ্চলে জাল ফেলেন গোয়ালন্দের দেবগ্রাম অঞ্চলের জেলে আব্দুল মাজেদ। জালে ঝাকি লাগলে টেনে নৌকায় তুলেই দেখেন বড় এক কাতল। কিছুক্ষণ জাল ফেলে আরেকটি বড় কাতল মাছ শিকার করেন। কাতল দুটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া বাজারে। জেলে মাজেদের সাথে কথা বলে বড় কাতলটি ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কিনেন।

শাহজাহান শেখ বলেন, বড় কাতলটি ওজন দিয়ে দেখেন ২৪ কেজি। দরদাম করে দেড় হাজার টাকা কেজি দরে ৩৬ হাজার টাকা দিতে হয়। পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা লাভে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

তিনি বলেন, সকালে ফেরি ঘাট বাজারে গিয়ে রওশন মোল্লার আড়তে জেলে আব্দুল মাজেদের আরেকটি প্রায় ২০ কেজি ওজনের কাতল নিলামে তোলা হয়। নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজর ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার টাকায় কিনেন।

এছাড়া বাজারের ছইকা ওরফে ছকু মোল্লার আড়ত থেকে সাড়ে ১৪ কেজির কাতল ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫৭৫ টাকায় কিনেন। একই সাথে ইউনুছ চালাকের আড়ত থেকে নিলামে সাড়ে ১৪ কেজির পাঙ্গাশটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৩ হাজার ২০০ টাকায় কিনেন। আজ তিনি ১ লাখ ১০ হাজার টাকার মাছ কিনেন।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, সাধারণত এই মৌসুমে রুই, কাতল ডিম ছেড়ে থাকে। শুষ্ক মৌসুম হওয়ায় পানি কমে যেখানে নালা, গভীর বা ¯্রােত পায় সেখানে বড় মাছের বিচরণ ঘটে। আর এসময় জেলেদের ফাঁদে ধরা পড়ে এ ধরনের মাছ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের দুইদিন পর মামলা দায়ের, তিন দিনেও গ্রেপ্তার বা উদ্ধার নেই

রাজবাড়ীতে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে প্রতিবন্ধীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে চেকপোস্টে তল্লাশি, মুরগভির্তি গাড়ি ছিনতাই

গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

জনদুর্ভোগ কমাতে ও চলাচলের উপযোগী করতে ফরিদপুরে যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার

পরিবেশ আইন অমান্য করায় রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজারকে জরিমানা, সাময়িক বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে অস্ত্রের মুখে কৃষকের এক লাখ টাকা ছিনতাই, ইউপি সদস্য সহ পাঁচজনের নামে মামলা

রাজবাড়ীতে সওজের মাস্টাররোল কর্মচারীদের সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে সরকারি কলেজে শিক্ষককে হেনস্তা; বিচারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীতে দুই সপ্তাহে সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস, ১৩০ জেলে দণ্ড প্রদান