নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জের ধরে আপন চাচাতো ভাইয়ের পরিকল্পনায় খুন করা হয় রাজবাড়ীর কালুখালীর তরুণ নিরব শেখকে (১৭)। নিরব কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের জিয়ারুল শেখ এর ছেলে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় শনিবার দিবাগত রাতে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত মো. মিজান শেখ (২২) এ তথ্য জানান। মিজান শেখ একই উপজেলার বাগলপুর গ্রামের টেন্ডু শেখ এর ছেলে।
রোববার (৬ এপ্রিল) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন। নিরব ঢাকার দোহারের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতো। দুই মাস আগে সে বাড়ি ফিরে বেকার বসে ছিল।
পুলিশ জানায়, নিরবের আপন চাচাতো ভাই একই এলাকার নেহাদ শেখ ও কাইয়ুম শেখের মধ্যে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ব্যবসা নিয়ে দ্বন্দ চলছিল। নিহত নিরবের পরিবার নেহাদের পক্ষ নেয়ায় কাইয়ুম প্রতিহিংসাপরায়ণ হয়ে প্রতিশোধ নেয়ার চেষ্টা করে। গত ২০ মার্চ সন্ধ্যায় নিরব বাড়ি থেকে বের হওয়ার পর কাইয়ুম লোকজন দিয়ে অপহরণ করে। পরদিন ২১ মার্চ নিরবের বাবা জিয়ারুল শেখ কালুখালী থানায় একটি সাধারণ ডায়রী করেন। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি নিরবের বাবার মোবাইলে ফোন করে অপহরণের কথা জানায় এবং ছাড়িয়ে নিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর থেকে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
২৩ মার্চ বেলা ১১টার দিকে খবর পেয়ে দুপুরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাগঝাপা সালেহপুর এলাকার পদ্মা নদীতে অর্ধ ডুবন্ত কোমড়ে শিকলে বাধা ও শিকলের অপর প্রান্তে প্লাস্টিকের বালুভর্তি বস্তায় বেধে ডুবিয়ে রাখা এক তরুণের মরদেহ উদ্ধার করে। এ সময় পরিবারের লোকজন নিখোঁজ নিরবের লাশ বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিরবের বাবা ওইদিন রাতেই থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীবের তদারকি ও পরিকল্পনায় কালুখালী থানা এবং ডিবি পুলিশের দল মাঠে কাজ করতে থাকে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়ি থেকে মিজানকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত আলামত জব্দ করা হয়।
ধৃত মিজান পুলিশকে জানায়, কাইয়ুমের পরিকল্পনায় নিরবকে হত্যা করতে ডেকে নেয় মিজান। অপহরণের পর মুক্তিপণের জন্য নিরবের বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চায়। তাকে পদ্মা নদীর পাড়ে নিয়ে গেলে কাইয়ুম গলায় ওড়না প্যাচিয়ে শ্বাসরোধ করে নিরবকে হত্যা করে। পরে পদ্মা নদীতে ডুবিয়ে দিতে বালুভর্তি বস্তা শিকল দিয়ে বেধে অপরপ্রান্তে নিরবের কোমড়ে বেধে ডুবিয়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত কাইয়ুমকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। ধৃত আসামীকে আজ বিকেলেই আদালতে পাঠানো হয়েছে।