Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৪ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. স্বাস্থ্য
  8. আলোচিত খবর

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযানঃ খাবার ও ওষুধ কম দেয়াসহ নানা অভিযোগের সত্যতা পেল

রাজবাড়ী মেইল ডেস্ক
১ জানুয়ারি ২০২৫, ৯:২১ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন অভিযান চালিয়ে নানা ধরনের অনিয়ম ও অভিযোগের সত্যতা পেয়েছে। মঙ্গলবার বেলা দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত রন্ধনশালা, বিভিন্ন ওয়ার্ড ও ষ্টোর তদন্তে অভিযান চালায় দুদক। অভিযানে রোগীদের মাঝে নি¤œমানের খাবার এবং পরিমানে কম দেওয়া, পাচার ও ওষুধ না দেওয়াসহ নানা ধরনের অভিযোগের সত্যতা পান।

জানা যায়, দীর্ঘদিন ধরে ১০০ শয্যার রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। ভর্তিকৃত রোগীর ঠিকমতো চিকিৎসা সেবা না দেওয়া, নিয়মিত খাবার পরিবেশন না করা, পরিমানে কম দেওয়া, ওষুধ থাকা সত্ত্বেও রোগীদের না দিয়ে পাচার করা এবং নোঙরা পরিবেশসহ নানা অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে মঙ্গলবার দুপুরে আকষ্মিকভাবে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাসের নেতৃত্বে হাসপাতালে অভিযান চালায়।

আভিযানিক দল শুরুতে হাসপাতালের রন্ধনশালায় খোঁজ নেন। এসময় তারা মঙ্গলবারের তালিকা অনুযায়ী খাবার তালিকায় দেখতে পান ৮১ জন রোগীর জন্য সামান্য পরিমান ডাল ও সবজি রান্না করা হয়েছে। কিছু ব্রয়লার মুরগির মাংস রাখা হয়েছে রান্নার জন্য। যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

রাধুনী মোমেনা বেগম বলেন, ৮১ জন মানুষের জন্য দেড় কেজি মুশুর ডাল, সবজি এবং মুরগির মাংস রান্না করা হচ্ছে। অথচ এসময় দুদক সামান্য পরিমান ডাল ও সবজি রান্না দেখতে পান। যা দিয়ে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ জনের খাবার হবে। ১৬ কেজি মুরগির মাংস (৩৯০ টাকা কেজি) বরাদ্দ থাকলেও ১০ কেজির মতো ব্রয়লার মুরগির মাংস দেখতে পান। অথচ এক কেজি ব্রয়লার মুরগির দাম মাত্র ১৬৫ টাকা।

ওয়ার্ডের রোগীদের সাথে কথা বলার সময় বালিয়াকান্দি উপজেলার সোনাপুর থেকে আসা বৃদ্ধ মোস্তাফিজুর রহমান বলেন, ৮দিন ধরে হাসপাতালে ভর্তি হয়েছি। মাত্র তিনদিন খাবার দেওয়া হয়েছে। বাকি পাঁচদিন কোন খাবার দেওয়া হয়নি। হাসপাতাল থেকে তেমন ওষুধ দেওয়া হয়নি। সকল ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে।

অভিযান শেষে দুদক ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস বলেন, রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তিকৃত রোগীদের জন্য নির্ধারিত কিছু ওষুধ ছাড়া কোন ওষুধ দেওয়া হয়না। বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। হাসপাতালের ষ্টাফ নার্সরা নিজেদের মতো করে ওষুধ নেয় এমনকি বাইরে পাচার করে বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া পরিমানের চেয়েও অনেক কম রান্না করা হচ্ছে। ৩৯০ টাকা কেজি দরে মুরগির মাংস বরাদ্দ থাকলেও ব্রয়লার মুরগি খাওয়ানো হচ্ছে। মঙ্গলবার ১৬ কেজির পরিবর্তে ১০ কেজির মতো মাংস পাওয়া গেছে। সবজি ও মুশুর ডালও পরিমানে অনেক কম রান্না হয়েছে। পরিবেশ নোংরা এবং অপরিচ্ছন্ন। সন্তান প্রসবের রোগীর স্বজনদের থেকে টাকা আদায়, রোগীদের ওষুধ না দিয়ে পাচারের সত্যতাও পাওয়া গেছে। এসব অনিয়ম প্রতিবেদন আকারে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে। প্রধান কার্যালয়ের নির্দেশনা মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, উপসহকারী পরিচালক ইমরান আকন, কামরুল ইসলাম, সহকারী পরিদর্শক শামীম আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, আমি রাজবাড়ীর সন্তান। হাসপাতালটি সুন্দরভাবে চলুক সেই চেস্টা থাকে। খাবার পরিমানে কম দেওয়া, নিম্মমানের বিষয়ে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভর্তি রোগী ছাড়াও প্রতিদিন দুই-তিন হাজার মানুষ আসা যাওয়া করে শৌচাগার ব্যবহার করায় বেশি নোংরা হয়। দুইদিন আগে ওষুধ আসলেও ষ্টোরে থাকায় কিছু কম দেয়া হয়েছে বলে স্বীকার করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ছাত্রদলকে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে- রাজবাড়ীতে প্রস্তুতি সভায় আসলাম মিয়া

কালুখালীতে সেনাবাহিনীর আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দৌলতদিয়ায় আগুনে গবাদি পশু সহ বসতবাড়ি পুড়ে ছাই 

গোয়ালন্দে দিন শেষে ফিরিয়ে দেয়া হলো গরু, মোটরসাইকেল চুরির মামলায় ব্যবসায়ী আটক

রাজবাড়ীতে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেপ্তার ৩

গোয়ালন্দে ৫ জানুয়ারী কেন্দ্র করে একইস্হানে বিএনপির দুই গ্রুপের জনসভা আহবান

দৌলতদিয়ায় চাইল্ড ক্লাবের নির্বাচনে বিজয় চেয়ারম্যান, সানজিদা সেক্রেটারি নির্বাচিত

গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান

গোয়ালন্দে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পদ্মা নদীতে ফেলা হাজারি বরশিতে পাওয়া এক বোয়াল বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়

রাজবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে জেঁকে বসেছে শীত, রাতে পৌছে দেওয়া হচ্ছে শীতবস্ত্র কম্বল