নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীররাতে সদর উপজেলার দাদশী বাজার এলাকায় রাস্তার ওপর থেকে চেকপোস্ট বসিয়ে দেশীয় তৈরী ওয়ান শ্যুাটার গানসহ মো. আশিক সরদার (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে সদর উপজেলার ছোট নূরপুর গ্রামের মো. খালেক সরদারের ছেলে।
পুলিশ জানায়, সদর থান পুলিশের একটি চৌকস আভিযানিক দল সদর উপজেলা এলাকায় শুক্রবার দিবাগত রাতে অবৈধ অস্ত্র উদ্ধার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তারে অভিযান চালায়। রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারেন, দাদশী বাজার এলাকায় সন্ত্রাসীদের কাছে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে পুলিশ বাজারের জনৈক মমিন মল্লিকের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোষ্ট বসিয়ে দেশীয় তৈরী ওয়ান শ্যুাটারগানসহ আশিক সরদারকে গ্রেপ্তার করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান জানান, এ ঘটনায় শনিবার সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদেরও আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসামীকে শনিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।