ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার ৫টি উপজেলাই পদ্মা নদী সংলগ্ন।এর মধ্যে গোয়ালন্দ, রাজবাড়ী সদর, কালুখালী ও পাংশা উপজেলার ১৩টি ইউনিয়নের ৩০টির বেশি গ্রামে প্রতি বছর পদ্মার ভাঙ্গনে শত শত বসতি ও হাজার বিঘা ফসলী জমি নদীতে বালীন হয় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে।
এদিকে নদীতে যান চলাচল ঠিক রাখতে ও পদ্মা নদীর নাব্যতা ফেরাতে প্রতিবছর জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ী অংশের ৫টি বালু মহাল এলাকা ইজারার মাধ্যমে বালু উত্তোলনের অনুমোদন দিলেও চলতি বছর বালু উত্তোলন বন্ধ করে উচ্চ আদালত।এ বছর রাজবাড়ীর দৌলতদিয়া থেকে পাবনার পাকশী পর্যন্ত হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও আদেশ অমান্য করে অবাধে বালু উত্তোলন ও পরিবহন হচ্ছে। কিন্তু বালু উত্তোলন ও পরিবহনে দেখা যায়নি প্রশাসনিক কোন তদারকি ও হস্তক্ষেপ। প্রশাসনের নাকের ডগা দিয়ে চলছে পাকশী, তারাপুর, কুষ্টিয়া ও রাজবাড়ীর বিভিন্ন অংশ থেকে বালু উত্তোলন করে রাজবাড়ীর পদ্মার অন্তারমোড় ও দৌলতদিয়া হয়ে বালু বোঝাই বাল্কহেডগুলো যাচ্ছে ঢাকা, শরিয়াতপুর, মাওয়া, মন্সিগঞ্জ ও নরিয়া সহ দেশের বিভিন্ন স্থানে।বাল্কহেড গুলোর বেশিরভাগই আবার অনিবন্ধিত।
এদিকে এসব বালু বোঝাই বাল্কহেড চলাচলের কারনে বাধ্য হয়ে বাল্কহেডের সুকানীদেরকে (চালক) চার থেকে পাঁচটি স্থানের ৫০০টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দিতে হয় চাঁদা। চাঁদা না দিলে আবার এসব সুকানীদের মারধরসহ বেধে রাখারও ঘটনা ঘটে।বিভিন্ন সময়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে অপ্রিতিকর ও অনাকাঙ্খিত ঘটনা ঘটারও খবর পাওয়া যায়।চলতি বছর পদ্মার কয়েকটি স্থানে ঘটে এসব ঘটনা। প্রায় প্রতিদিনই বালু বোঝাই বাল্কহেডগুলো উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছে। কিছু দিন আগে বালু পরিবহনের দায়ে বেশ কয়েক স্থানে জেলা প্রশাসন ভ্রম্যমান আদালত পরিচালনা ও নৌপুলিশের মামলা হলেও বর্তমানে নদীতে এসব বালু পরিবহন বাল্কহেডগুলোতে আইনী পদক্ষেপ গ্রহন করা হচ্ছেনা। এতে প্রতিনিয়ত বাড়ছে অবৈধ বালু পরিবহন ও উত্তোলনের দাপট। প্রতিদিন শতাধিক বালুবাহী আাল্কহেড অবাধে বালু নিয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে।
স্থানীয় রহমান সেখ জানান, অনেকদিন বালু উত্তোলন ও বালুর ট্রলার চলাচল বন্ধ থাকলেও নদীর মাঝের অংশে প্রায়ই বালু উত্তোলন করতে দেখা যায়।আর বালু ভর্তি বাল্কহেড গুলোও অবাধে বালু নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। তবে আগের মত কোন প্রশাসনের লোকজন দেখা যায়না। আর এ কারনেই বালু উত্তোলন ও পরিবহন চলছে অবাধে।
বন্ধু পরিবহনের সুকানী মো. ইলিয়াছ জানান, তারাপুর থেকে বালু টোকেনের মাধ্যমে ৫ টাকা ফুট হিসেবে বালু ক্রয় করে ড্রেজারের মাধ্যমে বাল্কহেড ভরে ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্রি করতে যান। আজও ৬ হাজার ফুট বালু বোঝাই করে ঢাকা যাচ্ছেন তিনি।তবে রাজবাড়ীর উড়াকান্দায় বাল্কহেড থামিয়ে সন্ধ্যার পর আবার রওনা হবেন বলে জানান।এর মধ্যে কয়েকস্থানে চার বার চাঁদা দিতে হয়েছে স্থানীয়দের।
রাজবাড়ী জেলা প্রাশাসক আবু কায়সার খান জানান, রাজবাড়ীসহ কয়েকটি জেলার পদ্মা নদীতে উচ্চ আদালত বালু উত্তোলন ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চলতি বছর।তারপর থেকে রাজবাড়ীতে বালু বালু উত্তোলন বন্ধ রয়েছে।তবে যদি নদীতে অবৈধভাবে নিষেধাজ্ঞা অমান্য করে বালু পরিবহন ও উত্তোলন করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।