ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে কঠোর বিধি নিষেধ। রাস্তায় রাস্তায় টহল দিয়েছেন পুলিশ, সেনাবাহিনী, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের চেকপোষ্ট। এরপরও বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন কারণে বাইরে বেড় হওয়া মানুষদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়েছে ।
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, লকডাউনের শুরু থেকে জেলার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সেই সাথে মানুষকে সচেতন করা হচ্ছে। লকডাউনের শুরু থেকে গত শনিবার পযন্ত জেলায় ৬৪ টি মামলায় ৬১ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।