০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে কঠোরবিধি নিষেধের মধ্যেও ছুটছে মানুষ, বাজারে ভিড়

মইন মৃধা, গোয়ালন্দঃ করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে মানুষের আনাগোনা অনেকটা আগের মত রয়েছে। তাদের কারো মধ্যে স্বাস্থ্য সচেতনতা দেখা যায়নি।

বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিধিনিষেধ উপেক্ষা করে মানুষের অবাধে চলাচল করছে। এসব মানুষের মধ্যে বেশরিভাগ কারো মুখে মাস্ক নেই, হাতে নেই হ্যান্ড গ্লভস। কেউ সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করছে না। থাকলেও থুতনির নিচে নামিয়ে রাখছে। কেউ আবার পুলিশ বা প্রশাসনের লোকজন দেখলে পকেট থেকে মাস্ক বের করে মুখে লাগাচ্ছে।তবে বাজারের দোকানপাট বন্ধ ছিল। মানুষের চলাচলও ছিল আগের চেয়ে কম।

অন্যদিকে দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে দুরপাল্লা ও স্থানীয় রুটের কোন যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি। শহর সহ বিভিন্ন সড়ক-মহাসড়কে একাধীক যাত্রী নিয়ে অবাধে চলাচল করছে রিক্সা, ইজিবাইক, ভ্যান, থ্রি-হুইলার, মটর সাইকেলসহ ব্যক্তিগত যানবাহন। লকডাউনের মধ্যে যারা বাইরে ঘোরাফেরা করছে তাদের ঘরে ফেরাতে পুলিশ ও উপজেলা প্রশাসনের অভিযান চলছে। তবে খুব একটা কাজে আসছে না। অভিযানের সম্মুখ পড়লেই বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন বাইরে বের হাওয়া মানুষ।

রিক্সায় চড়ে যাচ্ছিলেন তিন যাত্রী। তাদের একজনের নাম আনিছুর রহমান। তিনি বলেন লকডাউন তাই রাতে ঢাকা থেকে এসেছি। এক পরিবারের তিনজন, তাই একসাথে বাড়ি ফিরছি রিক্সায় করে।

লকডাউন মনিটরিংয়ের জন্য বের হওয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, শহরের প্রতিটি মোড়ে, হাট-বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, তদারকি চলছে। দ্বিতীয় দিনে সকালের দিকে কিছু মানুষ হয়তো অসচেতন ছিল। আমরা চেষ্টা করছি সকলকেই ঘরে রাখার জন্য।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

গোয়ালন্দে সরকারি কর্মকর্তাদের সাথে কেকেএস ওয়াই মুভস প্রকল্প সমাপনী সমন্বয় সভা

গোয়ালন্দে কঠোরবিধি নিষেধের মধ্যেও ছুটছে মানুষ, বাজারে ভিড়

পোস্ট হয়েছেঃ ০৮:৩২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

মইন মৃধা, গোয়ালন্দঃ করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে মানুষের আনাগোনা অনেকটা আগের মত রয়েছে। তাদের কারো মধ্যে স্বাস্থ্য সচেতনতা দেখা যায়নি।

বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিধিনিষেধ উপেক্ষা করে মানুষের অবাধে চলাচল করছে। এসব মানুষের মধ্যে বেশরিভাগ কারো মুখে মাস্ক নেই, হাতে নেই হ্যান্ড গ্লভস। কেউ সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করছে না। থাকলেও থুতনির নিচে নামিয়ে রাখছে। কেউ আবার পুলিশ বা প্রশাসনের লোকজন দেখলে পকেট থেকে মাস্ক বের করে মুখে লাগাচ্ছে।তবে বাজারের দোকানপাট বন্ধ ছিল। মানুষের চলাচলও ছিল আগের চেয়ে কম।

অন্যদিকে দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে দুরপাল্লা ও স্থানীয় রুটের কোন যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি। শহর সহ বিভিন্ন সড়ক-মহাসড়কে একাধীক যাত্রী নিয়ে অবাধে চলাচল করছে রিক্সা, ইজিবাইক, ভ্যান, থ্রি-হুইলার, মটর সাইকেলসহ ব্যক্তিগত যানবাহন। লকডাউনের মধ্যে যারা বাইরে ঘোরাফেরা করছে তাদের ঘরে ফেরাতে পুলিশ ও উপজেলা প্রশাসনের অভিযান চলছে। তবে খুব একটা কাজে আসছে না। অভিযানের সম্মুখ পড়লেই বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন বাইরে বের হাওয়া মানুষ।

রিক্সায় চড়ে যাচ্ছিলেন তিন যাত্রী। তাদের একজনের নাম আনিছুর রহমান। তিনি বলেন লকডাউন তাই রাতে ঢাকা থেকে এসেছি। এক পরিবারের তিনজন, তাই একসাথে বাড়ি ফিরছি রিক্সায় করে।

লকডাউন মনিটরিংয়ের জন্য বের হওয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, শহরের প্রতিটি মোড়ে, হাট-বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, তদারকি চলছে। দ্বিতীয় দিনে সকালের দিকে কিছু মানুষ হয়তো অসচেতন ছিল। আমরা চেষ্টা করছি সকলকেই ঘরে রাখার জন্য।