নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালিতে তিন মাদরাসা শিশু শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় মাদরাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। কালুখালি উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদরাসা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতের দিকে ওই শিক্ষককে আটক করা হয়। আটককৃত মাদরাসা শিক্ষকের নাম মো. আব্দুল্লাহ আল মামুন (৩৩)। তিনি খুলনার পাইকগাছা থানার সোনাতনকাঠি গ্রামের বেলজার হোসেন এর ছেলে। এবং হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদরাসার সহকারী শিক্ষক।
মাদরাসা শিক্ষক গত তিন বছর ধরে ওই মাদরাসায় শিক্ষকতা করছেন। ওই শিক্ষক নাজেরা বিভাগের ১২, ১৪ ও ১৫ বয়সী তিন শিশু শিক্ষার্থীকে গত বছর ধরে মাঝে মধ্যে স্পর্শকাতর স্থানে হাত দিত। পরবর্তীতে গত তিন মাসে অন্তত তিন দফা তিন শিশুকে বলৎকারের (ধর্ষণ) চেষ্টা করেন।
অভিযোগ প্রসঙ্গে কালুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বুধবার বিকেলে বলেন, উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদরাসায় ওই তিন শিশু শিক্ষার্থী লেখাপড়া করে। মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ে থেকেই তারা পড়াশুনা করতো। মাদরাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ওই শিশু শিক্ষার্থীদের গত তিন মাসের বেশি সময় ধরে নানা বাহানায় তার রুমে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করে। ভয়ে ওই শিশুরা পরিবারকে কিছু না জানালেও স্থানীয় কয়েকজন বিষয়টি টের পান। পরবর্তীতে গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাতে স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেলে ওই শিক্ষকক মাদরাসা থেকে কৌশলে পালানোর চেস্টা করলে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অপরাধের কথা স্বীকার করে। পরে মঙ্গলবার মধ্যরাত বারোটার দিকে কালুখালি থানা পুলিশে খবর দিয়ে তাদের হাতে শিক্ষককে তুলে দেয়।
ওসি মুহাম্মদ জাহেদুর রহমান আরো বলেন, অভিযুক্ত ওই শিক্ষককে রাতেই আটক করে থানায় আনা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ১৫ বছর বয়সী এক শিশুর শিক্ষার্থীর মা বাদী হয়ে কালুখালি থানায় এসে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা (নং-১০) দায়ের করেন। অভিযুক্ত শিক্ষককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।