oplus_0
শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা জিয়াউর রহমান সরদার নামের ব্যক্তি জামায়াতে ইসলামীর কেউ নন বলে দাবি করেছে স্হানীয় জামায়াত ইসলামী নেতৃবৃন্দ। তাঁকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দৌলতদিয়া ঘাট বাজারে জামায়াতে ইসলামীর দৌলতদিয়া ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেন, সেক্রেটারি মো. আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবু হানিফ খান প্রমূখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমীর মো. আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি জিয়া সরদার দৌলতদিয়া বাজারের মধ্যে রেলওয়ের জায়গায় লিজ নিয়ে ঘর তোলেন বলে অভিযোগ ওঠে। এরপর তাকে দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। কিন্তু জিয়া সরদার উক্ত পদের নেতা নন। এমনকি তিনি জামায়াতে ইসলামীর কোন সদস্যও নন। তবে ইতিপূর্বে তার নাম ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছিল। তিনি দলীয় সদস্য পদ পতে যেসব নিয়ম কানুন অনুসরণ করতে হয় তা না মানায় এখন পর্যন্ত ওই কমিটি অনুমোদন পায়নি। এমতাবস্থায় তাঁর ওই পদের নেতা পরিচয় দেয়া অন্যায় ও ভিত্তিহীন। বাজারের মধ্যে জনগুরুত্বপূর্ণ জায়গায় রাতের আধারে তাঁর ঘর নির্মাণ করাকে আমরা নিন্দা জানাই।
আনোয়ার হোসেন আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া ভিডিওতে উল্লেখিত জিয়া সরদার জামায়াতের কোনো দায়িত্বশীল নেতা বা সদস্য নন। তাঁর কর্মকান্ডের দায়ভার জামায়াত ইসলামীর নেয়ার প্রশ্নই ওঠেনা।
এ সময় আরো বলা হয়, জামায়াতে ইসলামীর হাজার হাজার কর্মী, সমর্থক থাকতে পারে। তবে তাদের সবাই সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নন। তাই ভবিষ্যতে জামায়াতে ইসলামীর বিষয়ে কোনো কিছু প্রচারের আগে আমরা সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতারা।
এর আগে জামায়াতে ইসলামীর দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পরিচয় দানকারী জিয়াউর রহমান সরদার মঙ্গলবার দিনগত রাতে ঘরটি দৌলতদিয়া বাজারে ঘর তোলেন। পরদিন বুধবার সকালে স্থানীয় ব্যবসায়ী ও জনতা তার ঘরটি ভেঙ্গে ফেলেন। সেই সাথে লিজ বাতিলের দাবিতে গনস্বাক্ষর সংগ্রহ শুরু করেন। জিয়া সরদার দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়ার আজিজ সরদারের ছেলে।
জিয়া সরদার বলেন, তিনি কখনোই নিজেকে জামায়াতের নেতা পরিচয় দেননি। তিনি বাংলাদেশ রেলওয়ে থেকে নিয়ম অনুযায়ী আরো প্রায় এক বছর আগে ৮ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ্যের ওই জায়গাটি নিজ নামে লিজ নেন। এক্ষেত্রে নিজেকে কখনই জামায়াতের নেতা পরিচয় দেননি বা তার প্রভাব দেখাননি। বরং একজন ব্যবসায়ী হিসেবে বাজারের ব্যবসায়ীদের জন্য বসানো টিউবওয়েল অন্যত্র সরিয়ে বসিয়ে দেয়ার কথা জানান। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি ষড়যন্ত্র করে মিডিয়াতে আমাকে জামায়াত নেতা উল্লেখ করে মিথ্যা তথ্য পরিবেশন করেছে। ৬নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক হিসেবে তাদের দেওয়া কমিটি অনেক আগে অনুমোদন দেওয়া হয়েছে বলেও দাবি করেন।