নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ সোহাগ হোসেন ওরফে শুকলাল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার (১৭ মার্চ) ভোরের দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের তার নিজ বসত ঘরের পাশ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাবুদ্দীন এর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সোহাগ হোসেন ওরফে শুকলালকে আটক করে। এ সময় তার দখল থেকে একটি ওয়ান শুটার গান (১২ ইঞ্চি লম্বা), দুটি ব্ল্যাঙ্ক কার্তুজ (BOF 21 7.62×49 লেখা), দুটি হাসুয়া (একটি ৩৪ ইঞ্চি, অন্যটি ৩০ ইঞ্চি লম্বা), একটি স্টিলের ব্যাটন (খোলা অবস্থায় ২৫ ইঞ্চি, বন্ধ অবস্থায় ৯.৫ ইঞ্চি) উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। সোমবার দুপুরেই তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।