Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. স্বাস্থ্য

রাজবাড়ীতে রোগীর ভুল চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ শারীরিক অসুস্থ্য জনিত কারনে গত সোমবার রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন কাপড় ব্যবসায়ী গোলাম রাব্বানী (৫৬)। মেডিসিন বিভাগের চিকিৎসক দেখার পর তাঁকে ব্যবস্থাপত্র দেন। এরমধ্যে একটি ওষুধ সপ্তাহের প্রতি বৃহস্পতিবার একদিন একটি করে ট্যাবলেট খাওয়ার কথা বলা হয়। কিন্তু কর্তব্যরত সেবিকা প্রতিদিন সকালে ও রাতে একটি করে ট্যাবলেট ভুলভাবে সেবন করান। এতে তিনি শারীরিকভাবে আরো বেশি অসুস্থ্য হয়ে পড়েন।

বৃহস্পতিবার কেন ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে জানতে চাইলে সেবিকা খারাপ আচরণ করেন। এ নিয়ে ভুক্তভোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভুক্তভোগী গোলাম রাব্বানী প্রতিকার চেয়ে বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দেন। গোলাম রাব্বানী রাজবাড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ড ধুঞ্চি গোদার বাজার সড়কের বাসিন্দা এবং রাজবাড়ী শহরের কাসমেরী শাল হাউজের সত্ত্বাধিকারী।

জানা যায়, রাজবাড়ী শহরের কাপড় ব্যবসায়ী গোলাম রাব্বানী শরীরে ব্যাথা জনিত কারনে শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। গত সোমবার (১০ মার্চ) বেশি অসুস্থ্য হয়ে পড়লে বিকেলে রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসক দেখাতে আসেন। কর্তব্যরত মেডিসিন বিভাগের চিকিৎসক তাঁকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে হাসপাতালে ভর্তি করেন। তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের এক্সট্রা ৩নম্বর বেডে ভর্তি করানো হয়। এসময় তাঁর ব্যবস্থাপত্রে চিকিৎসক পাঁচ প্রকার ওষুধ লিখেন। এরমধ্যে গবঃযড়ঃৎবী নামক ওষুধ সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকালে একটি ট্যাবলেট খাওয়ানোর কথা বলা হয়।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে থাকা অবস্থায় ভুক্তভোগী রোগী গোলাম রাব্বানী বলেন, সোমবার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসক ৫ প্রকার ওষুধের মধ্যে মেথটরেক্স নামক ওষুধ লিখেন। সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকালে একটি ট্যাবলেট সেবন করতে বলেন। কিন্তু সোমবার রাতে কর্তব্যরত নার্স অন্যান্য ওষুধের সঙ্গে ওই ট্যাবলেট খাওয়ান। পরদিন সকালে এসে কর্তব্যরত নার্স তিনিও এই ওষুধ খাওয়ান। এভাবে সকালে ও রাতে তিনদিন ভুলভাবে দুই বেলা এই ওষুধ খাওয়াতে শারীরিকভাবে বেশি অসুস্থ্য হয়ে পড়েছি। বৃহস্পতিবার খেয়াল করার পর জিজ্ঞাসা করলে নার্স উল্টো আমার সঙ্গে খারাপ আচরণ করেন। প্রতিকার চেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে ভুল চিকিৎসা এবং নার্সদের খারাপ আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অভিযোগ দিয়েছি।

জানতে চাইলে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ভুক্তভোগী রোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। এখানে কোথাও কোন কিছু একটা ভুল মনে হচ্ছে। বিষয়টি নিয়ে আরো খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বালুর ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তরুণকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ডুবিয়ে দেওয়া হয়

পদ্মা নদীর তিন কাতল ও এক পাঙ্গাশ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের