মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইয়াবাবড়ি, চোরাই স্বর্নালংকার, একটি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল সহ আরোহীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সজল (৩৭)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী খন্দকার পাড়ার আওয়ালের ছেলে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাঁর কাছ থেকে পুলিশ ১০০পিস ইয়াবাবড়ি, ৬টি আংটি, ১৮টি কানের দুল, ৩টি লকেট, ১টি ব্যাসলেট, ১টি পায়েল, ১টি কানটানা, ১টি পাথরের নাকফুল, ১৪টি নাকফুল, ২টি মৌ নাকফুল, ২টি নথসব সর্বমোট ৫ ভরি ৪আনা ৫রতি ওজনের স্বর্ণালংকার, দশমিক ৭আনা ওজনের রুপার আংটি ও ১টি রেজিষ্ট্রেশনবিহীন ব্লু রঙের অ্যাপাসি আরটিআর মোটরসাইকেল এবং নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের নিয়মিত টহলের অংশ হিসেবে রোববার রাতভর পুলিশের একটি দল মহাসড়কে অবস্থান নেয়। রাত সাড়ে তিনটার দিকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে জনৈক খোকন এর চায়ের দোকানের সামনে পুলিশ দৌলতদিয়া ঘাটগামী মোটরসাইকেলটির গতিরোধ করে। এ সময় তল্লাশিকালে উল্লেখিত মালামালসহ মোটরসাইকেলটি জব্দ এবং আরোহীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্রচুরি সহ সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় সোমবার থানায় মামলা দায়ের শেষে দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।