নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রাকিব হোসেন (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর এলাকা থেকে থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
রাকিব হোসেন উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছোটভাকলা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। তাঁকে রোববার দুপুরে রাজবাড়ী আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তাঁকে গত বছর ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় আন্দোলনরত এক শিক্ষার্থীর দায়ের করা মামলায় তদন্দেপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
গত বছর ১০ ডিসেম্বর রাতে গোয়ালন্দ ঘাট থানায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে ৪ আগষ্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা (নং-১০) করেন। এতে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলসহ আ.লীগের ৫৯ জন চিহিৃত এবং অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়।
মামলার বাদী উপজেলার অন্তারমোড় এলাকার শরিফুল ইসলাম উল্লেখ করেন, যৌক্তিক দাবী নিয়ে শিক্ষার্থীরা ৪ আগষ্ট গোয়ালন্দ বাসষ্ট্যান্ড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে আন্দোলন করছিল। আন্দোলনকারীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে রেলগেট এলাকায় পৌছলে এজাহারভুক্ত আসামীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের কেউ হামলাকারীদের বাধায় হাসপাতালে চিকিৎসা নিতে পারেনি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিব হোসেনকে শনিবার বিকেলে পুলিশ গ্রেপ্তার করে। পরে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।