Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

আইনশৃঙ্খলা কমিটির সভাঃ মহাসড়কে বেপরোয়া বালুবাহি ট্রাক, একদিন পর পর অভিযানের সিদ্ধান্ত

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ জুন ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দে বেপরোয়া গতিতে চলে বালুবাহি ডাম ট্রাক, তিন চাকার গাড়িসহ বিভিন্ন গাড়ি। লাইসেন্স বিহীন অপ্রাপ্ত বয়স্কদের হাতে থাকছে গাড়ির ষ্ট্রিয়ারিং। ঢাকামুখী পণ্যবাহী গাড়ি উপজেলা পরিষদের সামনে বিআইডব্লিউটিসির স্থাপিত ওয়েট স্কেল থেকে দালালদের যোগসাজসে বাড়তি টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেবার অভিযোগ উঠেছে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে।

কোন কিছুর তোয়াক্কা না করে রাত-দিন চলায় মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। অথচ কার্যত তেমন ব্যবস্থা নিতে দেখা যায়না। নিয়মের তোয়াক্কা না করে দৌলতদিয়া ৭নম্বর ফেরি ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মহাসড়ক দিয়ে ছুটে যাচ্ছে ট্রাক। রোববার গোয়ালন্দে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব অভিযোগ উঠে আসে। অনিয়ম বন্ধে একদিন পর পর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৯ জুন) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃৃঙ্খলা কমিটির সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান। সভায় গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মারুফ হাসান, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মইনুল হক, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

শহিদুল ইসলাম বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত তিন চাকার গাড়ির দৌরাত্ম বেড়েছে। পৌরসভার মধ্যে পড়লে পার্কিং না থাকা সত্ত্বেও পৌর পার্কিং চার্জ আদায় করা হয়। বালুবাহি ডাম ট্রাকের দৌরাত্বে প্রায় দুর্ঘটনা ঘটে। এসব বিষয়ে তেমন পদক্ষেপ নিতে দেখা যায় না।

মইনুল হক বলেন, নদী পাড়ি দিতে আসা পণ্যবাহী গাড়ি বিআইডব্লিউটিসির ওয়েট স্কেলে কতিপয় দালালদের মাধ্যমে হাইওয়ে পুলিশ বাড়িত টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেন। অপ্রাপ্ত বয়স্ক চালকদের বেপরোয়া গতির চালানোর কারনে প্রায় ঘটে দুর্ঘটনা। ফেরি ঘাট থেকে অবৈধভাবে বালু কেটে ডাম ট্রাকে বেপরোয়া গতিতে মহাসড়ক দিয়ে ছুটছে। বন্ধে তেমন পদক্ষেপ নেয়া হয় না বলে বেপরোয়া হচ্ছে।

শুক্রবার (২৭ জুন) রাতে মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে মাটি টানা ডাম ট্রাকের চাপায় প্রাণ যায় জেসমিন আক্তার (৩৫) নামে গৃহবধুর। সঙ্গে থাকা তাঁর দুই শিশু সন্তানসহ ইজিবাইকের ছয়জন যাত্রী গুরুতর আহত হন। নিহত জেসমিন ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুরের জালাল শেখের স্ত্রী। যদিও আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ডাম ট্রাকসহ চালক জাহিদ হোসেনকে (৩৫) আটক করেছে।

এসব অনিয়ম বন্ধে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম আইনশৃঙ্খলা কমিটির সকলকে জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানান। উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আরো কঠোর হওয়ার প্রতিশ্রুতি দেন।

ইউএনও নাহিদুর রহমান বলেন, সকলে এক মতের ভিত্তিতে এখন থেকে মহাসড়কে একদিন পর পর জোড়ালো অভিযান পরিচালনা করা হবে। যে কোন যানের অপ্রাপ্ত বয়স্কদের হাতে গাড়ির ষ্ট্রিয়ারিং দেওয়া যাবেনা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাংশা উপজেলা বিএনপি সভাপতিকে অব্যাহতি

জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা করা হয় নজরুলকে

পাংশায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অভিযোগে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

দৌলতদিয়ায় যৌনকর্মীকে হত্যার পর ওয়ার্ডরোবে রেখে পালালো খুনি

গোয়ালন্দে রিক্সাচালক ও শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে ৬ দফা দাবি স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

গোয়ালন্দে পৌর কর পরিষদ না করায় ক্রোকী পরোয়ানা নোটিশ পেলেন বাড়িওয়ালা

পাংশায় পাইপগানসহ ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে পদ্মা নদীর তিন ইলিশ বিক্রি হলো ২৪ হাজারে