Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

রাজবাড়ীতে হারানো মোবাইল ৬৬ জনকে ফিরিয়ে দিল পুলিশ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ জুন ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ কখনো অনুষ্ঠানস্থল থেকে, কখনো আড্ডা দিতে গিয়ে, কখনো বা ছিনতাইয়ের কবলে পড়ে হারিয়ে মোবাইল ফিরে পেতে থানায় করা হয়েছিল সাধারণ ডায়রী (জিডি)। সেসব হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে রাজবাড়ী জেলা পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। এমন ৬৬ জনকে শনিবার দুপুরে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ।

শনিবার (২৮ জুন) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইলফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজবাড়ী জেলার পাঁচ থানায় জিডির সূত্র ধরে পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি শাখার একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার ৩৩টি, গোয়ালন্দ ঘাট থানার ২টি, পাংশা মডেল থানার ১১টি, কালুখালী থানার ৫টি এবং বালিয়াকান্দি থানার ১৫টি সহ মোট ৬৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে দীর্ঘ যাচাই বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

মোবাইলফোন হস্তান্তরকালে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল ফোন উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। এসব ফোন উদ্ধার করতে গিয়ে দেখা যায়, বেশির ভাগ অনুষ্ঠানস্থল থেকে, কখনো আড্ডা দিতে গিয়ে বা কখনো ছিনতাইয়ের কবলে পড়ে ফোন হারিয়েছেন। জেলার প্রতিটি থানায় এমন মোবাইল ফোন হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্ত জিডি হয়ে থাকে। এক্ষেত্রে জিডির আলোকে এলআইসি শাখার একটি চৌকস দল মোবাইলফোন উদ্ধার, বিকাশ প্রতারণা বা ফেসবুক হ্যাক করাসহ অন্যান্য অপরাধ উদঘাটনে সর্বদা কাজ করে থাকে।

তিনি আরো বলেন, যেসব মোবাইলফোন অপরাধের সাথে যুক্ত সেসব ফোনসহ উল্লেখিত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আবার যেসব ফোন হারিয়ে যায় সেসব ক্ষেত্রে সাধারণত ফোন উদ্ধার হয়ে থাকে। পুলিশের প্রতি আস্থা রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ ৬৬ জনের হারানো মোবাইলফোন উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস