নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে নজরুল ব্যাপারীকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃত রনি মিয়া ওরফে আরমান হোসেন (২২) ও ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু (২০) পুলিশের কাছে স্বীকার করেছে। শনিবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব।
গ্রেপ্তারকৃত রনি মিয়া ওরফে আরমান হোসেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার সুলতান মিয়ার ছেলে। ইসমাইল মোল্লা ওরফে ঝড়– স্থানীয় সোহরাব মন্ডল পাড়ার মৃত আতর আলী মোল্লার ছেলে। প্রায় ১২ ঘন্টার অভিযান শেষে বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর থেকে রনি ওরফে আরমানকে এবং পরদিন শুক্রবার সকালে ঢাকার সাভারের রেডিও কলোনি থেকে ইসমাইল ওরফে ঝড়ুকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের দেখানো হত্যাকা-ে ব্যবহৃত ধারালো ছোল ও চাকু উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত রনি ওরফে আরমানের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৮টি ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও মারামারিসহ ১৪টি মামলা রয়েছে। ইসমাইল মোল্লার বিরুদ্ধে ডাকাতি ও চুরির দুটি মামলা রয়েছে। তারা আজ সকালে রাজবাড়ীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
নিহত নজরুল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইমানখার পাড়ার মৃত সাহাজদ্দিন ব্যাপারী ছেলে। সে দৌলতদিয়া যৌন পল্লিতে পান-সিগারেটের দোকান করতো। সোমবার (২৩ জুন) সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন একটি ডোবার পাশ থেকে নজরুলের লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তাঁর বিরুদ্ধেও গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে দুটি মামলা রয়েছে। পুলিশ ওই সময় ঘটনাস্থল থেকে এক জোড়া স্যান্ডেল, একটি ফোন, একটি চাবির ছোড়া ও একটি পাঞ্জাবি আলামত হিসেবে জব্দ করে।
এ ঘটনায় সোমবার রাতে নিহত নজরুলের বড় ভাই এরশাদ ব্যাপারী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা করেন। এর আগে ২০১৬ সালে নিহত নজরুলের আরেক বড় ভাই আরশাদ ব্যাপারী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন। তার বিরুদ্ধেও থানায় একাধিক মাদক, জুয়া ও ছিনতাই মামলা ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, নজরুলের সাথে গ্রেপ্তারকৃতদের গভীর সখ্যতা ছিল। সম্প্রতি দৌলতদিয়া যৌনপল্লি ও আশপাশ এলাকায় জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। রোববার (২২ জুন) রাতে নজরুলকে বাড়ির অদূরে যাওয়া মাত্র পূর্বপরিকল্পিতভাবে রনি ওরফে আরমান ও ইসমাইল ওরফে ঝড়ুসহ ৬-৭জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর দুর্বৃত্তরা এলাকা ছেড়ে পালায়।
পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে। পরে গাজীপুরের শ্রীপুর থেকে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে প্রথমে রনি ওরফে আরমানকে এবং শুক্রবার সকালে সাভার রেডিও কলোনী থেকে ইসমাইল ওরফে ঝুড়ুকে গ্রেপ্তার করে। শুক্রবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় তাদের হাজির করলে জিজ্ঞাসাবাদে নজরুলকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র ঘটনাস্থলের অদূরে ইমান খার পাড়া রেললাইনের পূর্বপাশের ডোবা থেকে ছোল বা দা এবং একটি স্টীলের চাকু উদ্ধার করে পুলিশ।