মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৫ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে ঝন্টু সাহা (৩২), উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল এলাকার ওসমান গণি মন্ডলের ছেলে ইনজামুল হাসান ওরফে রনি (২২) ও ফরিদপুর সদর কোতয়ালী থানার রঘুনন্দপুর এলাকার ওমর শেখের ছেলে আশিক শেখ (২৫)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, রোববার রাতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের শেষে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।