নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ ট্যাপেন্টাডল বড়িসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৯২২ পিস ট্যাপেন্টাডল বড়ি ও একটি লাল রঙের এ্যাপাসি আরটিআর ১৬০সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ শনিবার সকালে পাংশা শহরের সকাল-সন্ধ্যা খাবার হোটেলের সামনে থেকে ও উপজেলার নারায়নপুর বসত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো পাংশা উপজেলার রঘুনাথপুর গ্রামের জাকির সরদারের ছেলে জাহাঙ্গীর হোসেন সরদার (৩৩) ও নারায়নপুর গ্রামের রেললাইন সংলগ্ন টাওয়ারের পাশে মৃত কেসমত আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৫৫)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর পাঁচটার দিকে শহরের সকাল সন্ধ্যা খাবার হোটেলের সামনে থেকে লাল রঙের এ্যাপাসি মোটরসাইকেলসহ জাহাঙ্গীর হোসেন সরদারকে গ্রেপ্তার করে। এসময় তার মোটরসাইকেলের ভিতর বিশেষ কৌশলে রাখা ৫০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিছুক্ষণ পরই নারায়নপুর রেললাইন সংলগ্ন টাওয়ারের পাশে নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে আরো ৪২২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় পাংশা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। পরে শনিবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।